রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, চলবে ৭ মার্চ পর্যন্ত। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৫ মার্চ মঙ্গলবার সকাল থেকেই সংগঠনটির সভাপতি আশিকুর রহমান অন্তর, সাধারণ সম্পাদক আহসান হাবিব ও সাংগঠনিক সম্পাদক তুহিনা এর সঙ্গে স্বেচ্ছাসেবকের কাজ করতেছেন গ্রীন ভয়েস রাবি শাখার প্রায় ৪০ জনের অধিক সবুজ বন্ধুরা।
সরেজমিনে গিয়ে দেখা যায় গ্রীন ভয়েস রাবি শাখার সবুজ বন্ধুরা ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়া, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সুপেয় পানি বিতরণ, মাস্ক বিতরণ, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম করতেছেন।
এসব কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির সভাপতি আশিকুর রহমান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের গ্রীন ভয়েস এর পক্ষ থেকে শিক্ষার্থীদের কেন্দ্র পৌঁছে দেওয়া থেকে শুরু করে সার্বিক বিষয়ে পরামর্শ প্রদান করতেছি।
সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের আমরা গতবছরের ন্যায় এবারও সার্বিকভাবে সহযোগিতা প্রদান করতেছি।
উল্লেখ্য আজ রাবির প্রথমবর্ষে বিজ্ঞান শাখার বিভিন্ন বিভাগ অন্তর্গত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ মঙ্গলবার সকাল ৯ টায় গ্রুপ-১ এর ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে চারটি গ্রুপের এই ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয় বিকেল সাড়ে ৪ টায়।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন তাইফুর রহমান রিফাত, মাহিন আলম, মাইনুল, হাসিব, প্রান্ত, মোস্তাকিম বিল্লাহ মাহিন, শুভ, রাজু, জয়ন্ত, জুয়েল মাহমুদ, আকাশ সহ প্রমুখ স্বেচ্ছাসেবী সবুজ বন্ধুগণ।