ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ

চবি উপাচার্যের সাথে পরিভ্রমণ সম্পন্নকারী দুই রোভার স্কাউটের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ অপরাহ্ণ

Link Copied!

চবি প্রতিনিধি :

পায়ে হেঁটে দীর্ঘ ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শেষে উক্ত দুই রোভার ও চবি রোভার স্কাউটের একটি প্রতিনিধি দল ১৯ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:০০ টায় চবি রোভার স্কাউট গ্রুপ কমিটির সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে তাঁর অফিস কক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় চবি রোভার স্কাউট গ্রুপ কমিটির সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন। রোভার স্কাউট এর সদস্যরা হলেন রোভার মোঃ জুবায়ের হোসেন, রোভার মারুফ ইসলাম, রোভার রহমত উল্লাহ শাওন, রোভার পার্থিব বড়ুয়াসহ সাবেক সিনিয়র রোভার মেট হাবিবুর রহমান।

মাননীয় উপাচার্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণকারী চবি রোভার স্কাউটের দুই রোভারকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। তিনি রোভার স্কাউটদের এ ধরণের সাহসী পদক্ষেপের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। মাননীয় উপাচার্য বলেন, “রোভার প্রোগ্রামের পারদর্শিতা ব্যাজের মধ্যে অন্যতম ও আকর্ষণীয় হচ্ছে পরিভ্রমণকারী ব্যাজ। এ ব্যাজ অর্জনের মাধ্যমে রোভারদের মধ্যে ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি পায়।” রোভার স্কাউটরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সমাজসেবামূলক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রেখে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য রোভার স্কাউটদের সুস্বাস্থ্য ও সার্বিক সফলতা কামনা করেন।

উল্লেখ্য, মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” অর্জনের লক্ষ্যে পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের জন্য রোভার মোঃ জুবায়ের হোসেন গত ২৫-২৯ জানুয়ারি ২০২৪ পর্যন্ত চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ সম্পন্ন করেছেন। তার সাথে অংশ নিয়েছিলেন অগ্রপথিক মুক্ত রোভার গ্রুপের কিশোর কুমার চক্রবর্তী। পাঁচদিন ব্যাপি এই প্রোগ্রামে তাঁরা চট্টগ্রাম থেকে পটিয়া, লোহাগাড়া, চকরিয়া, রামু হয়ে কক্সবাজার পর্যন্ত পায়ে হেঁটে পরিভ্রমণ সম্পন্ন করেন।

আবার রোভার মারুফ ইসলাম গত ১১-১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কক্সবাজার পাঁচ দিনব্যাপি এই প্রোগ্রামে তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া, ডুলাহাজারা, চকরিয়া, রামু হয়ে কক্সবাজার পর্যন্ত পায়ে হেঁটে পরিভ্রমণ করেন। তার সাথে আরও যুক্ত ছিলেন অগ্রপথিক মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার মোঃ সোহরাব হোসেন, রাঙ্গুনিয়া সরকারি কলেজের রোভার মোঃ হাবিবুর রহমান ও বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের রোভার হানজালা সরকার। পরিভ্রমণকালে পথে পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন করেন এবং বিভিন্ন জনসচেতনতামূলক বিষয় সম্পর্কে স্থানীয়দের অবগত এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন।

উভয় পরিভ্রমণকারীদল কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহীন ইমরানের সাথে সৌজন্য সাক্ষাতের মধ্যদিয়ে তাদের পাঁচদিনের এই পরিভ্রমণ সম্পন্ন হয়।

328 Views

আরও পড়ুন

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্হা কক্সবাজার জেলা কমিটির অভিষেক

টেকনাফে বিজিবি’র ডগ‘বার্লিন’মাদক শনাক্ত যাত্রীর লুকানো অবস্থায় মিললো৫০০ইয়াবা,আটক-১

টেকনাফে র‌্যাবের অভিযানে অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার

চাকসু-২৫ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নুজহাতের কিছু কথা

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত ডাকসু নেতৃবৃন্দের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তালহা বাঁচতে চায়, সাহায্যে এগিয়ে আসুন

ছাড়ানো হচ্ছে শিবিরের নামে
নীলফামারীতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের হাতে সেনা সদস্য হেনস্তার শিকার

চাকসু-২৫ এ”আইন ও মানবাধিকার সম্পাদক “পদপ্রার্থী ” মাহি’র ইশতেহার ঘোষনা">

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন" প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি...
চাকসু-২৫ এ”আইন ও মানবাধিকার সম্পাদক “পদপ্রার্থী ” মাহি’র ইশতেহার ঘোষনা

গোরকঘাটা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা

বিবিসিতে তারেকের সাক্ষাৎকারঃ ভারতীয় আগ্রাসন ও আওয়ামী খুনিচক্রের বিরুদ্ধে নীরব উচ্চারণে বজ্রনিনাদ

শান্তিগঞ্জে বাউল বশির উদ্দিন সরকার প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত

শেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে পাচারকারী চক্রের সদস্যসহ আটক ২৪