জান্নাতুল দোয়েল, (নাগেশ্বরী) কুড়িগ্রাম:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপালপুর পীরবাড়ী দ্বি-মূখী দাখিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও সহকারী শিক্ষক মোঃ আব্দুল মতিনের অবসর জনিত বিদায় উপলক্ষে আলোচনাসভা, দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুস ছাত্তার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন ফাকু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার মোঃ আব্দুল হাকিম, কুড়িগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য কাজী লাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ভুট্টু, নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ইসরাইল, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে ।