ঢাকাশনিবার , ১৬ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ

জবির পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ

প্রতিবেদক
ক্যাম্পাস সাব-ইডিটর
১৭ জানুয়ারি ২০২৪, ৭:১৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের ২০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সোমবার (১৫ জানুয়ারি) সংগঠনটির পক্ষে কম্বল তুলে দেয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হক সুমন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ এনামুল হক, ছওলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ বাদল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শাহ মোঃ আতিকুর রহমান লিংকন প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রে তাদের এলাকা নির্বাচিত করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের প্রশংসা করেন। সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সংশ্লিষ্টরা জানান, কম্বল বিতরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে বয়োজোষ্ঠ, বিধবা, প্রতিবন্ধী, নদী ভাঙ্গনের শিকার, এতিম ও আশ্রয়কেন্দ্রের মানুষকে। এর কয়েকদিন আগে থেকে স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে এনআইডি অথবা জন্মনিবন্ধন দেখে নাম, এনআইডি অথবা জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর সম্বলিত তালিকা প্রস্তুত করেন এবং কম্বল গ্রহীতাকে একটি স্লিপ প্রদান করেন। অনুষ্ঠানের দিন তালিকা ও স্লিপ মিলিয়ে কম্বল বিতরণ করা হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি ড. আব্দুল্লা আল মমিন বলেন, আর্থ মানবতায় সেবা মুলক ধারাবাহিক কার্যক্রম এর অংশ হিসাবে এ পদক্ষেপ সামাজিক উন্নয়নে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক ড. শোভন কুমার কুন্ডু বলেন, আমরা সবসময় মানবিক কাজে অংশগ্রহণ করেছি, ভবিষ্যৎতে আরো বড় পরিসরে পাশে দাঁড়াবো আমরা।
কম্বল বিতরণের আগে স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের উপস্থাপনায় “বাল্য বিবাহকে না বলুন” শ্লোগান এর উপর ভিত্তি করে একটি নাটিকা পরিবেশিত হয়। অতিথিবৃন্দ, শীতবস্ত্র গ্রহীতা ও উপস্থিত সকলে নাটিকা উপভোগ করেন এবং এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ সময় স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি মোঃ মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মোঃ মাজু মিয়া উপস্থিত ছিলেন।

1,007 Views

আরও পড়ুন

সাক্ষাৎকার: জামায়াতের প্রার্থী এড. আব্দুর রব: ‘কমলগঞ্জ–শ্রীমঙ্গলের প্রতিটি ঘর আমার নিজের’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

উদ্বোধনের অপেক্ষায় শান্তিগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্ট

জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দেয়া পর্যন্ত কোন নির্বাচন হবেনা: ড. হামিদ আযাদ

মৌলভীবাজার-৪:
জনগণের কল্যাণে রাজনীতির ময়দানে এডভোকেট আব্দুর রব

লোহাগাড়ায় নোবিপ্রবি উপাচার্য
নারী-পুরুষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে

ভোলাগঞ্জে সাদাপাথর লুটেরাদের বিরুদ্ধে ও টাংঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে মানববন্ধন

কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে গ্রাহকদের মাঝে আমের চারা বিতরণ

মাউশি’র উপপরিচালককে শুভেচ্ছা জানালো শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালীর নেতৃবৃন্দ

৫৫তম সীরতুন্নবী (সঃ) মাহফিল বাস্তবায়নে প্রস্তুতি সভা সম্পন্ন

দোয়ারাবাজারে বিজিবির ওপর হামলার ঘটনায় করা মামলায় ২জন গ্রেফতার

উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে কক্সবাজারে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত