ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন জায়গা থেকে ককটেল সদৃশ ছয়টি বস্তু উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে লালন হলের পকেট গেট থেকে দুইটি এবং শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৭ টায় জিয়া হলের সামনে একটি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে একটি এবং ব্যবসায় অনুষদ ভবনের পাশ থেকে দুইটিসহ মোট ছয়টি টেপ মোড়ানো বস্তু পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে বিষয়টি জানার পরপরই আমি ইবি থানাতে জানিয়ে দেয়। ইবি থানার পুলিশ এসে সবগুলোই বস্তুই উদ্ধার করে নিষ্ক্রিয় করে দেয়।
কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে যেই এই ঘটনা সাথে যুক্ত থাকুক তদন্তসাপেক্ষে প্রশাসনিক ভাবে আমরা ব্যবস্থা নিবো।