মহেশখালী প্রতিনিধি:-
মহেশখালী পৌরসভার বড় রাখাইন পাড়ার নতুন ব্রিজের নিচ থেকে মাদক কারবারিদের দাওয়া করে এলাকাবাসীকে সাথে নিয়ে ১ শত লিটার বাংলা মদ উদ্ধার করেছে বড় রাখাইন পাড়ার তরুস সমাজ সেবক উছেন থে রাখাইন।
জানা গেছে, কক্সবাজার সহ জেলার বিভিন্ন স্থান থেকে সমুদ্রপথে মহেশখালীর বড় রাখাইন পাড়ার নতুন ব্রিজের নিচ দিয়ে প্রায় সময় মদের চালান নিয়ে আসে মাদক কারবারিরা।
গতকাল ভোরে খবর পেয়ে বড় রাখাইন পাড়ার তরুন সমাজ সেবক উছেন থে রাখাইন ব্রিজের নিচে পাহারা বসিয়ে মাদক কারবারিদে দাওয়া করে এসময় একজন মহিলা ও পুরুষ চার টি ব্যাগ পেলে পালিয়ে যায়।
খালের নিচ থেকে দুটি ব্যাগে ৫০ লিটার ও অপর একটি বস্তায় আরো ৫০ লিটার সহ মোট ১ শ লিটার বাংলা মদ জব্দ করে।
এসময় খবর পেয়ে স্থানীয় কমিশনার জনি ও সমাজ কমিটির সভাপতি অংছেন সহ অনেকেই উপস্থিত হয়ে মহেশখালী থানাকে অবহিত করলে পুলিশ এসে মদগুলো জব্দ করে নিয়ে যাওয়া হয়।
এলাকাবাসি উছেনথে রাখাইনকে এমন সাহসি কাজের জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, আমাদের গ্রামকে মাদক মুক্ত করতে আমরা দিনরাত পাহারা বসিয়ে রাখবো প্রয়োজনে,মাদকএকটি অভিশাপ্ত জিনিস দেশ ও সমাজকে মুহুূতে ধংস করে দেয়।
মুলত বড় রাখাইন পাড়ার এই ব্রিজটি হওয়ার পর থেকে মাদক ব্যাববসায়িদের নিরাপথ রোড় হিসাবে ব্যবহার হয়ে আসছে।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তি জানান, ভোরে বড় রাখাইন পাড়ার যুবক উছেন থে রাখাইন ফোনে মাদক আটকের বিষয়টি জানার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদ গুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে, অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।