সাঈদী আকবর ফয়সাল, চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাপাড়া এলাকায় চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কে ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটেছে।
কক্সবাজার গামী জাকির ট্রাভেলস রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৩-১৩১৫ এর সাথে চট্টগ্রাম গামী মিনিট্রাক (ম্যাজিক পিকআপ) রেজিঃ নং চট্টঃ মেট্রো ন-১১-১৭৮৯ এর সাথে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে- উত্তর হারবাং করমুহুরী পাড়া এলাকার মোস্তাক আহমদের পুত্র রিদোয়ান, পুর্ব বৃন্দাবনখিল সামাজিক পাড়া এলাকার মৃত রশিদ আহমদের পুত্র আবু বক্কর, উত্তর হারবাং বক্তাতলী এলাকার মোজাফফরের পুত্র মহি উদ্দিন ও
সামাজিক পাড়া এলাকার বাদশা মিয়ার পুত্র জয়নাল ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই খোকন কান্তি রুদ্র জানান, চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম হতে কক্সবাজার গামী জাকির ট্রাভেলসের সাথে চট্টগ্রাম গামী মিনিট্রাক এর সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। দূর্ঘটনায় জড়িত মিনি ট্রাক (ম্যাজিক পিকআপ) ও বাসটি চিরিংগা হাইওয়ে থানা হেফাজতে আছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।