ঢাকারবিবার , ১৯ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

লাঙ্গল নয় মনিকে বর্জন
স্বতন্ত্র প্রার্থী ছানুকে জেলা জাপার সমর্থন

প্রতিবেদক
নিউজ ভিশন
২৬ ডিসেম্বর ২০২৩, ১২:১৯ অপরাহ্ণ

Link Copied!

রাকিবুল আওয়াল পাপুল ,শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতিসহ দলের নেতাকর্মীদের পাস কাটিয়ে নিজের ইচ্ছায় নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ এনে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মাহমুদুল হক মনিকে বর্জন করেছে শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিনসহ দলের অধিকাংশ নেতাকর্মীরা। আজ ২৫ ডিসেম্বর বিকেলে শহরের ইলিয়াস প্লাজায় শেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যন মোখলেছুর রহমানের সভপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে শেরপুর-১ সদর আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ও শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন ছানুকে সমর্থন জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন, ধলা্ ই্নউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী, বাজিতখিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ জেলা, উপজেলা, বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। এসময় সকল নেতারাই জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মাহমুদুল হক মনিকে বর্জনের পক্ষে মত প্রদান করেন। তারা আরো অভিযোগ করেন শেরপুরে জাতীয় পার্টির নাম ভাঙ্গিয়ে দলের প্রার্থী হয়ে দলের নেতকর্মিদের পাশকাটিয়ে নির্বাচন করে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করার জন্য তিনি কাজ করছেন। কিন্তু শেরপুরের মানুষ এবার পরিবর্তন চায়। কাজেই কোন ষড়যন্ত্রই এবার কাজে আসবেনা।
পরে সভায় যোগদেনর শেরপুর-১ সদর আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন ছানু, বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। ছানোয়ার হোসেন ছানু শেরপুর সদরের সমহারে উন্নয়ন করার লক্ষে তার ট্রাক মার্কার পক্ষে সমর্থন প্রদান ও ভোট দেয়ার জন্য জাতীয় পার্টির নেতাকর্মীদের অনুরোধ করেন। পরে সভায় বর্তমান ও সাবেক তিন উপজেলা চেয়ারম্যান এবং উপস্থিত জাতীয় পার্টির নেতাকর্মীরা ট্রাকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারাবদ্ধ হন।

153 Views

আরও পড়ুন

বিচ্ছুর বন্যপ্রাণী সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শারমিন মীমের কবিতা “ভেজাল”

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শার্শায় ভোটগ্রহণ নিয়ে কর্মকার্তাদের সাথে নির্বাচন কমিশনারের ব্রিফিং

নাগরপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা দুলাল বহিষ্কার

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধন

রূপগঞ্জের জাঙ্গীর কুদুর মার্কেট-নদীরঘাট রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

নাগরপুরে হেভিওয়েট প্রার্থী না থাকায় জমেনি উপজেলা নির্বাচন

“রাখে আল্লাহ, মারে কে” : নাইক্ষ্যংছড়ি ছালামী পাড়ায় মোটরসাইকেল মার্কার সমর্থনে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী তোফাইল

কবি ফিরোজ খানের কবিতা

নাইক্ষংছড়িতে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ !!

লোহাগাড়ার আজিজ কাতারে মারা গেলো স্ট্রোকে