তুমি
তোমার জন্য গুছিয়ে রাখা জিনিসগুলোয়
ভীষণ ধূলো জমে গেছে;
কিন্তু আজও তুমি ফিরে এলে না।
এসেছিলে হয়তো, তবে তা অন্যরূপে,
হৃদয়ও মাঝে যে তুমি বাসা বেধেছিলে,
সে হয়তো আর কোনোদিনও ফিরে আসবে না।
তবে তার জন্য অপেক্ষা!
আর যাই হোক, আজও অপেক্ষা করি তোমার জন্য।
ভুলে যেতে পারো তুমি আমায়
তোমার দেওয়া স্মৃতি আজও ভুলিনি আমি।
অনুভবে মিশে গিয়েছ তুমি আমার
সেই অনুভুতি শত অনুভুতির চেয়েও শ্রেয়।
তুমি যে বলেছিলে আমায়-
“ফিরে আসব তোমার কাছে বারেবার
ফিরিয়ে দিতে চাইলেও যাবো না তোমাকে ছেড়ে আর”
তবে আজ কোথায় তুমি?
যদি কখনো ফিরে আসো, জেনে রেখো-
যাকে তুমি কথা দিয়ে চলে গিয়েছিলে, সে এখনো তোমার অপেক্ষায় বেচে আছে।
আবছা আলোয় এখনো তোমার জন্য পথ চেয়ে থাকি।
শুধু তুমি ফিরে এসো।
যদি নাও আসো, যেখানে আছো ভালো থেকো।
সৈয়দা নাফিসা আঞ্জুম
শিক্ষার্থী লোক প্রশাসন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।