—————-
মা আমার স্বর্গের সুখ,
মায়েতেই যেন বাঁচি,
ধরণীর বুকে এনেছে আমায়-
নিয়েছে কোলে ভুলে সব কষ্ট যন্ত্রণা।
তাইতো আমি দেখি গোলাপ কাননে,
ফুটন্ত গোলাপের মাঝে আমার মায়ের হাসি
শীত গ্রীষ্ম কবু নাহি আড়াল হতে দিত,
আড়াল হলে মায়ের নয়ন জলেতে ছলছল করতো!
মা একটি ছোট্ট নাম মধুতে ভরা,
তাইতো মা ডাকলে হৃদয় মোর শীতল হয়ে যায়,
ভুবন মাঝে মায়ের মতো আপন কেহ নাই,
তাইতো মায়ের চন্দ্রমুখ দেখলে নয়ন জুড়ায়।
দূরদেশে থাকি যখন দেখি কত মুখ,
সেই মুখে কি শান্তি মিলে?
না দেখলে মায়ের মুখ।
নীড়ে ফিরে যখন দেখি
আমার মায়ের মুখ,
সন্তানের ফেরা দেখে ফুটে উঠে হাসিতে মায়ের মুখ।
✍️
লেখক,
মো.জয়নাল আবেদীন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ছাত্র)