ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

চকরিয়াতে পিএফজির নাগরিকত্ব কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ভিশন
২৪ ডিসেম্বর ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ণ

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তিঃ
রাজনীতিবিদগণ যখন সহিংসতা পরিহার করে সম্প্রীতির চর্চা করবেন, তখনই সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ এ স্লোগানকে প্রতিপাদ্য ধরে চকরিয়া উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ – পিএফজি এর উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র সহযোগিতায় আয়োজিত “নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে নাগরিকদের দায়িত্ব” শীর্ষক নাগরিকত্ব কর্মশালায় বক্তারা এ কথা বলেন। ২৩ ডিসেম্বর, ২০২৩ সকাল ০৯:৩০ টায় চকরিয়াস্থ আইসিডিডিআর,বি’র হল রুমে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে চকরিয়ার বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। চকরিয়া পিএফজির কো-অর্ডিনেটর আলমগীর কবির রাজুর স্বাগত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর দি হাঙ্গার প্রজেক্ট এর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মুহাম্মদ আব্দুর রব খান কার্যসূচি অনুযায়ী ওয়ার্কশপ পরিচালনা করেন। পরবর্তীতে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। এসময় চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাতুজ্জামান নির্বাচনী আচরণবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশের অন্যান্য উপজেলার ন্যায় চকরিয়াতেও দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রশাসনের পক্ষ থেকে আমরা আশা করব যে, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলে নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। প্রার্থী এবং তার কর্মীরা একে অন্যের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকবেন। পাশাপাশি যেকোন অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ রইল। অন্যদিকে চকরিয়া থানার সাব ইন্সপেক্টর মানিক মিয়া বলেন, চকরিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে চকরিয়া থানার পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চকরিয়াতে বসবাসরত সকল শ্রেণির মানুষ যদি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য পুলিশকে সহায়তা করে তাহলে নির্বাচনের সময় এখানে কোন সংঘাত ও সহিংসতা হবেনা। তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি পিএফজিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি জাহেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. ফেরদৌস আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মাস্টার বদিউল আলম, কল্যাণ পার্টির জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রিফাতুল ইসলাম চৌধুরী, চকরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ পদ্মলোচন বড়ুয়া, সিটি কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন খালেদ, সনাক সভাপতি বুলবুল জান্নাত, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি রতন বরণ দাশ, প্রফেসর শওকত, পিস এ্যাম্বাসেডর শাহ মোহাম্মদ জাহেদ, মিজবাউল হক, শাহানা বেগম, আবুল মনসুর মহসিন, সাইদুল হক চৌধুরী, মাও রুহুল কুদ্দুস আনোয়ারী, ফোরকানুল ইসলাম টিটু, ফোরকানুল ইসলাম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র রিজিয়নাল ম্যানেজার সদরুল আমিন প্রমুখ। পরিশেষে চকরিয়া পিএফজির প্রধান উপদেষ্টা এডভোকেট লুৎফুল কবিরের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।

আরও পড়ুন

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভুমিকম্প

কক্সবাজারের নতুন ইউএনও মিস তানজিলা তাসনিম

‎শান্তিগঞ্জের আস্তমায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা ‎ ‎

‎শাল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন,আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ ‎

১২ বছর পর মাস্টার্সের ফল প্রকাশ : সিজিপিএ ৪ পেয়ে প্রথম শিবির নেতা

কুবিতে বাংলা বিভাগের আয়োজনে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

সুনামগঞ্জ–৫ আসনে মনোনয়ন বঞ্চনা ঘিরে আলোচনা: নীরব মিজান চৌধুরীকে ঘিরে নতুন সমীকরণ?

গাইবান্ধার বোয়ালী ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় সাংবাদিকের উপর হামলা

‎সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল,দাফন সম্পন্ন ‎ ‎

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার এহতেশামুল হকের যোগদান

বাউলদের ওপর হামলা করা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

আজ আলিফ হত্যার এক বছর : এখনো আলোর মুখ দেখেনি মামলার রায়