নিউজ ডেস্ক:
একদিনের ব্যবধানে আবারও রাজধানীতে ট্রেনে আগুন লাগলো। তবে এবার নাশকতা নয়, দূর্ঘটনাবশত আগুন লেগেছে বলে ধারণা কর্তৃপক্ষের। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।
এসপি আনোয়ার হোসেন বলেন, ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ওপরে চটের বস্তা রাখা ছিল। সেটির কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে পারছিল না। হঠাৎ করে ওই চটের বস্তায় আগুন দেখা যায়। বিষয়টি টের পেয়ে ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুন নেভানো হয়। পরবর্তীতে ট্রেনটি আবার গন্তব্যে ছেড়ে যায়।