———
আজ ১৫ই ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর এক মিলনায়তনে এই আসরের আয়োজন করে হিল্লোল সাহিত্য পরিষদ।
দেলোয়ার হোসাইন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিল্লোল সাহিত্য পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হেলাল উদ্দিন, বিশিষ্ট সাহিত্যিক ইসমাইল হোসেনসহ অন্যান্য স্থানীয় লেখকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তৌহিদুল হক বলেন ,
কবিতা সব সময় যেমন সুন্দরের কথা বলে, তেমনি প্রতিবাদী উচ্চারণ আমাদের অন্যায়ের বিরুদ্ধে সাহসী করে তোলে। কবিদের বিশেষ কাজ হলো কেউ অত্যাচারিত হলে তার প্রতিবাদ করা , সত্যের স্বপক্ষে আওয়াজ তোলা , জনগণ তাতে সংঘটিত হবে , বিপ্লব ত্বরান্বিত হবে , নতুন সমাজ গঠন হবে।
তিনি আরো বলেন, সাহিত্য তখনই শ্রেষ্ঠ ও বিশ্ব দরবারে গ্রহণীয় হয়ে উঠবে । যখন সাহিত্যিকের ব্যক্তিত্ব হবে পরিপাটি ও নিপুন আদর্শে আদর্শবান।
তিনি সবাইকে ব্যক্তিগত সাহিত্য অধ্যয়ন বৃদ্ধির পাশাপাশি লেখনি শক্তির মাধ্যমে এদেশের সুস্থ ধারার সৃজনশীল একটি সাহিত্য বিপ্লব ঘটানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।