অপূর্ণ সাধ
মাধবী রানী পাল
প্রথম যেদিন দেখা হয়েছিল অনুভূতিটা মনে আছে
তুমি ছিলে তাকিয়ে চোখ দুটো মোটা করে,
আর আমার মন চলছিল উথাল- পাতাল ঝড়ে।
প্রথম চোখে চোখ রেখেছিলাম,
প্রথম আমি দেখেছিলাম তোমার অক্ষিদ্বয়।
যদিও সেটা ক্ষনিকের ছিল।
তবুও সেটায় মধুরতা ছিল।
মনের মধ্যে কি চলছিল বোঝানো বড় দায়।
তারপর হতো মাঝে মাঝে সেটা,
চোখে চোখে একটু দেখা
আজও আছেন মনের মধ্যে তোমার ছবি আঁকা।
পারিনি তোমায় বলতে আমার মনের কথা গুলো,
বললে হয়তো বদলে যেতো কাটছে যে দিন গুলো।
তোমার সাথে দেখা হওয়া প্রতিটা মূহুর্ত,
মনের মধ্যে রাখছি এঁকে,আছে তার গুরুত্ব।
আজও আমি পারিনি বলতে মনের কথাগুলো,
হয়তো পারবনা আর কোনোদিনও।
তবুও যদি জানতে চাইতে,
এমন জুড়ে চাইছে,
তাহলে আমি ভেঙে দিতাম আমার মনের বাঁধ,
পূরণ হতো সেই অপূর্ণ কতদিনের সাধ।
মাধবী রানী পাল
শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।