রাজকন্যা
পৃথিবী আবার সবুজ হবে,শান্তিতে উড়বে চিল
যেদিন বিশুদ্ধ বাতাসে উড়বে তোমার চুল-
তুমি এমন এক আত্মা,যে আত্মা অনায়াসে
দূর করে দেয় হেমন্তর কৃষকের ব্যস্ততা।
তোমার সেপ্টেম্বরের হাসিতে,বৃষ্টি হয়েছিল তীব্র বৃষ্টি
সেই বৃষ্টিতে ভালোবাসা নেমেছিল অসহায়ের বুকে।
তোমার জ্বর সারার পর পৃথিবীতে আর রোদ
উঠেনি,শান্তিতে ৬৬ মাইল হেঁটেছিলো এক পথিক।
শেষবার যেদিন মন খারাপ করেছিলে তুমি
সেদিন পায়ে পিশে মরে গেছে অনেক ঘাসফুল
হিসেবে গলমিল করেছে বহু ব্যবসায়ী
রাস্তায় হরতাল,ভাত ছিলনা অভাগীর ঘরে।
আমৃত্যু অপেক্ষা,পায়ে শিকড় গজিয়েছে
ভাঙ্গা ঘর,ভাঙা নদী,হার্টবিট কমছে নাবিকের।
আগুনের দিন শেষ হোক,ভেঙ্গে দাও সমাজের দেয়াল
নরক থেকে শান্তির বার্তা নিয়ে আসুক ফিনিক্স পাখি,সন্ধ্যা নামুক
রেললাইনে বসে আবার গল্প হোক রাজকন্যার গল্প
হাজার বছর বাঁচতে ইচ্ছে হোক আমার।
রিয়াজ মুন্সী
বিজিই বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ