নজরুল ইসলাম, কুতুবদিয়াঃ
কুতুবদিয়ায় চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগে শারমিন নামের এক সুন্দরী যুবতীকে আটক করে পুলিশে দিয়েছেন কুতুবদিয়া এসিল্যান্ড। বুধবার (২৫ নভেম্বর) প্রতারনার শিকার ভুক্তভোগীদের সহযোগিতায় অমজাখালী এলাকা থেকে আটক করা হয়।
প্রতারণার শিকার ভুক্তভোগীরা জানান, শারমিনের দাদার বাড়ি অমজাখালী। কক্সবাজার রামুতে থাকেন। রেডক্রিসেন্ট এর বড় কর্মকর্তা পরিচয় দিয়ে এলাকার সহজসরল বেকার যুবক-যুবতিদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। এবার চাকরি দেয়ার কথা বলে প্রতিজনের নিকট থেকে আট হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন শারমিন।
এ বিষয়ে প্রতারক ওই নারীর সাথে কথা হলে তিনি ২২ জনের নিকট থেকে বিভিন্ন মাধ্যমে প্রায় দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন বলে স্বীকার করেন। মাধ্যম হিসেবে তিনি অমজাখালী এলাকার জনিসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেন।
এসব টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে ফেরত দিতে চান বলেও জানান এ নারী।
এ বিষয়ে কুতুবদিয়া থানা সেকেন্ড অফিসার এসআই রায়হান জানান, কুতুবদিয়া এসিল্যান্ড ওই নারীকে থানায় হস্তান্তর করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। ভুক্তভোগীদের কেউই এখনো (এ রিপোর্ট লেখা পর্যন্ত) কোন লিখিত অভিযোগ করেনি । করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।