আলিসা জাহান মিম
ধৈর্য্য
যদি ভেবে থাকো ঠকে গেছো,
তাহলে আফসোস করো না।
মানুষের থেকে কিছু আশা করো না।
বিধাতা যখন সবই জানেন ভয় কি!
কেনই বা দু:খ পাচ্ছ?
জানো কি?
ঠকে গিয়েও জেতার সুখ কতখানি!
তুমি তো ঠকেছ ক্ষণিকের জন্য
আর যে ঠকিয়েছে সেই যে হেরে গেলো।
তুমি যা হারিয়েছ ফেরত পাবে দ্বিগুণ
বিধাতা সেই উপহার রেখেছেন তোমার জন্য।
আমি বুঝতে পারি না, ঠকিয়ে কি সুখ
প্রতারণা করেই বা কি লাভ?
ক্ষণিকের প্রাচুর্যের মোহে যে নিজের
বিবেক কে জলাঞ্জলি দেয়,
কিই বা বলি তাকে
এত বোকা বুঝি মানুষ হয়?
আমি তো ঠকেছি বারংবার
কষ্ট নেই এতটুকু।
বিনিময়ে যা পেয়েছি,
তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি কিরূপে!
তাই বলি, কষ্ট পেয়ো না
যা হয় ভালোর জন্য।
ধৈর্য্য ধরো, বিশ্বাস রাখো এক আল্লাহর ওপর।
১৪ ই নভেম্বর, ২০২৩