ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

বুটেক্সে অবরোধেও চলমান সেমিস্টার পরীক্ষা , নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৩, ১০:৪৯ অপরাহ্ণ

Link Copied!

তাওহিদুল ইসলাম শিশির , বুটেক্স প্রতিনিধি

বিএনপি ও বিরোধী দলগুলোর দেশব্যাপী অবরোধের মধ্যেও বাধাহীনভাবে পরীক্ষা কার্যক্রম চলছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স)।কিন্তু এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অবরোধের মাঝেও দূর-দূরান্ত থেকে এসে পরিক্ষায় অংশগ্রহণ করা জীবনের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন অনেকেই।আর অনাবাসিক শিক্ষার্থীরা তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ভুগছে।বুধবার (৮ নভেম্বর) ও বৃহস্পতিবার (৯ নভেম্বর) যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ও ৪৬তম ব্যাচের শিক্ষার্থীদের সেমিস্টার পরীক্ষা আরম্ভ হয়।

এর আগে বিএনপি ও বিরোধী দলগুলোর প্রথম ও দ্বিতীয় দফায় অবরোধের ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাসকার্যক্রমে প্রভাব পড়ে। ৪৫তম ও ৪৭তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম অনলাইনে নেয় এবং ক্লাস টেস্ট, ল্যাব ও ভাইভা ছুটির দিন শুক্রবার ও শনিবারে বিশ্ববিদ্যালয়ে চলে।

অবরোধে শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে ৪৬তম ও ৪৮তম ব্যাচের শিক্ষার্থীদের সেমিস্টার পরীক্ষার রুটিন পরিবর্তন করে শুক্রবার ও শনিবার করার প্রস্তাব দেওয়া হয় পরীক্ষা কমিটির সভাপতি বরাবর। এতে শিক্ষার্থীরা প্রাথমিক আশ্বাস পেলেও পরবর্তীতে তা নাকচ করা হয়।

৪৮তম ব্যাচের পরীক্ষার আগেরদিন মঙ্গলবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সকল ডীন ও পরীক্ষা কমিটির সদস্যগণের সমন্বয়ে পরীক্ষা সংক্রান্ত এক জরুরী সভা অনুষ্ঠিত হয় । বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউল হকের স্বাক্ষরিত পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয় বলা হয়। পাশাপাশি শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণকে বিশ্ববিদ্যালয়ে আনা-নেওয়ার জন্য পরিবহন পুলের গাড়িসমূহ পূর্বনির্ধারিত রুটে যথারীতি চলার কথা উল্লেখ করা হয়।

নোটিশের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বুটেক্স ছাত্র-শিক্ষক কেন্দ্র’ গ্রুপে পরীক্ষা সংক্রান্ত নোটিশের প্রতিবাদে পোস্টের ঝড় ওঠে। পোস্টে শিক্ষার্থীদের লেখনীতে অবরোধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাস পোড়ানো হয়েছে উল্লেখ করে তারা যেন সহিংসতার মধ্যে না পড়ে সেজন্য হরতাল-অবরোধের দিনগুলোতে পরীক্ষা না নেওয়ার দাবী জানায়। পাশাপাশি বলা হয়, পরীক্ষাগুলো যেন শুক্রবার অথবা শনিবারে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই প্রতিবাদের পরেও (৮ নভেম্বর) ৪৮তম ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই অনড় অবস্থানে শিক্ষার্থীরা হতভম্ব হয়ে পড়ে।বরাবরের মতো এবার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের খাম খেয়ালি নীতি বাস্তবায়ন করে। বিশ্ববিদ্যালয় সূত্র হতে পরীক্ষায় উপস্থিতি স্বাভাবিক ছিলো বলে জানা যায়।

217 Views

আরও পড়ুন

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ

ফেনীর ফুলগাজীতে বন্যায় পানিবন্দিদের উদ্ধার করলো ফুলগাজী ফায়ার সার্ভিস টিম

শান্তিগঞ্জে বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণ 

টেকনাফে চার শতাধিক অসহায়-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে র‌্যাব ও কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে এসএসসি ফলাফলে শীর্ষে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় ও পিছিয়ে সুরমা উচ্চ বিদ্যালয়

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ

দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান: তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য ও হতাশা একসাথে

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

১৪ জুলাই পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা