ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

বেরোবি সমাচার- মামুনুর রশিদ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ নভেম্বর ২০২৩, ৩:১৮ অপরাহ্ণ

Link Copied!

——

স্মৃতির পাহাড়ে দাঁড়াতে, খুঁজে পেতে একমুঠো সুখ,
সময় করে এসো একদিন,
সবুজের সমারোহে মিশে, দেখে যেও বেরোবির মুখ,
দেখে যেও প্রাণের প্রাঙ্গনখানি,কতটা রঙিন।

দেখে যেও প্রানের এই পঁচাত্তর একর,
দেখে যেও কেমন সবুজময়!
দেখে যেও হাসি আর উচ্ছাসের ঝড়,
দেখে যেও একবার যা কিছু ভুলিবার নয়।

কত কিছু আঁকা আছে স্মৃতিপটে, কতকিছু দেখেছি প্রাঙ্গণে,
চারিপাশের ব‍্যস্ততা আর উন্মাদ উল্লাস,
গেঁথে গেছে মনোমাঝে উজ্জ্বল অনুরণে,
হৃদয়কে করেছে উর্বর,করে গেছে বারবার চাষ।

যখন দেখেছি এই প্রাণের ক‍্যাম্পাস,
চোখের কোণে ঘুরেছে কম্পাস,
চারিদিক আপন মনে দেখেছি খুব সুক্ষভাবে,
দেখেছি তাঁর মায়াময়ী রূপ, বুনেছি তাকে আপন স্বভাবে।

দেখেছি কৃষ্ণচূড়া পথ,
চুপিসারে দেখেছি তাকে,দেখেছি তার রূপ,কেমন লালময়!
যার পাশে ঝড়া ফুল দেখে মনে হয় যেনো ওরা রক্তের বুদ্বুদ,
যার লাল প্রানের পরে যোগায় সাহস,
যা জুড়িয়েছে আমার মনোরথ।

দেখেছি হতাশা চত্বর,
যেখানে দেখেছি জনমানবের ভিড়, যেখানে বসে আনন্দের আসর।
এই আমাদের ক্ষণিকের আশ্রম, আনন্দঘেরা নীড়।

দেখেছি শহীদ মিনার, দেখেছি,স্বাধীনতা স্মারকের স্তম্ভ,
যারা প্রায় ছুঁয়েছে আকাশ, কেমন বুক উচু করে,
দাঁড়িয়ে আছে কয়েক বছর ধরে,
যার সান্নিধ্য আমাকে করেছে উদার, বাড়িয়েছে আমার আত্মার দম্ভ।

শুধু তাই নয় এখানে দেখেছি দেবদারু রোড,
যার উপরে ব‍্যস্ত সবাই,
এখানে দেখেছি অ-প্রেমের সংকট,
দেখেছি তাঁকে আপন করে,আত্ম ভঙ্গিমায়।

এখানে দেখেছি বিরল চত্ত্বর , না দেখেও দেখেছি এক কৃত্রিম বৃন্দাবন,
যার চারপাশে দেখেছি আমি সবুজের অনুশাসন।

দেখেছি এখানে বিজয় সড়ক,
যাতে গন্ধ পাই মুক্তির, বিজয় যেখানে করে ওঠে ঝলমল,
যাকে প্রায় মুড়িয়েছে ভিড়ের মোড়ক,
শান্ত বিকেলে নামে যেথা মানবের ঢল।

শান্ত গগন তলে দেখেছি এখানে সেন্ট্রাল ফিল্ড, দেখেছি মুজিব ম‍্যুরাল,
মেঘকে যা করেছে আড়াল।

দেখেছি বিরাট ক‍্য‍াফ, দেখেছি বৃহৎ বৃহৎ হল,
দেখেছি হলমাঠ,
যাকে ঘিরেছে সভ‍্য ছাত্রদল,
বারবার আপন ভেবে দেখেছি এই চেনা পথঘাট।

দেখেছি মস্ত ভবন,
যার ছোঁয়া মেলে প্রতিদিন,
যারা ফের আকাশকে করেছে চুম্বন,
দেখে যেও সবকিছু কতটা রঙিন।

দেখে যেও স্কটল‍্যান্ড, দেখো ভিসি রোড,
যেখান থেকে পাবে তুমি এক থলি সুখ।
দেখে যেও ঐচ্ছিক জ্ঞানের ভান্ডার,
যেখানে মনেতে সুখ মিলবে অপার।

আপন ভেবে, সময় করে, এসো একদিন,
দেখে যেও প্রাণের ক‍্যাম্পাস, দেখে যেও আমাদের এই ছোট্ট জাদুঘর,
দেখে যেও কিভাবে সে হয়েছে অমর,
কিভাবে সে রয়েছে অমলিন, কিভাবে সে এতটা রঙিন।

এসো একদিন, হাতে নিয়ে অঢেল সময়,
দেখে যেও অচেনা স্মৃতিদল,
দেখে যেও বেরোবিকে, ঠিক কতটা মায়াময়;
দেখে যেও কিভাবে সে হাসছে বিরতিহীন,
কিভাবে সে করছে ঝলমল।

——-
মামুনুর রশিদ
শিক্ষার্থী, ইংরেজি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

435 Views

আরও পড়ুন

কাপাসিয়ায় নবাগত লেখক ও সাংবাদিকদের সাথে সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা

নীলফামারীতে হবে চিন সরকারের হসপিটাল: স্বাস্থ্যের ডিজি

ঝিনাইগাতীতে কূপ খনন করতে গিয়ে নিহত দুইজনের পরিবারের পাশে বিএনপি

ঠাকুরগাঁওয়ে ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজের বর্ষবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জুরীতে ২৫ নারী উদ্যোক্তাদের গবাদি পশু ও তাঁত শিল্প সামগ্রী বিতরণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুরের দুই ছাত্রদল নেতা বহিষ্কার

চট্টগ্রাম পিটিআইয়ের প্রশিক্ষণার্থীদের স্কাউটসের ওরিয়েন্টেশন কোর্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তায় জবি ছাত্রদলের হেল্প ডেস্ক

আজ বিশ্ব লিভার দিবস: জেনে নিন লিভার সম্পর্কে

নালিতাবাড়ীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

কাপাসিয়ায় বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় সহায়তা করলেন জামায়াত নেতা আইউবী

মহেশখালী নৌঘাটে সী ট্রাক চালু ও পল্টুন স্হাপনকে স্বাগতম- ড. হামিদুর রহমান আযাদ