বেরোবি এক ভালোবাসার নাম
এক আনন্দময় উচ্ছ্বাস তুমি,
ভালোবাসার আরেক নাম তুমি,
তুমি প্রাণোচ্ছ্বাসময় এক আবেগ,
তুমিই বেরোবি।
তুমি হাজার শিক্ষার্থীর স্বপ্ন,
তুমি তাদের রাতজাগা পরিশ্রম।
তুমি এক আবেগ।
তুমি মেধাবীদের মিলনায়তন –
তুমি মেধা বিকাশের এক মুক্তমঞ্ছ।
তুমি নবীনদের হৃদয়।
তুমি এক অনুপ্রেরণার উৎস।
তুমিই প্রানের বেরোবি।
এক ভালোবাসার নাম।।
——–
আনিকা তাসকিন
শিক্ষার্থী
জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।