রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
সারা দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রতিপাদে নওগাঁর রাণীনগরে শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৃহম্পতিবার তৃতীয় দিনের মতো উপজেলা গোলচত্বরে অবরোধ বিরোধী এ শান্তি সমাবেশের আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ।
সমাবেশে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদা বেগম, সাধারণ সম্পাদক আব্দুর রউফ দুলু, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ অনেকে। এছাড়া শান্তি সমাবেশে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।