ফিলিস্তিনি
মরছে দেখো বীরের মতো ”
লাখো ফিলিস্তিন।
হাঁটছে দেখো রক্তে মাখা’
নড়ছে প্রতিদিন।
পাচ্ছে না কেউ খাবার- পোশাক
থাকছে পথে ঘাটে-
বিলীন দেখো হচ্ছে সব-ই,
শুকুনের হানা-তে।
ইসরায়েলের হাতে দেখো
জবাই লাখো শিশু।
হারানোর এই আর্তনাদটি ”
গাজায় গিয়ে দেখো।
ইসলাম আমায় শেখায়-নি ভাই,
হত্যা করতে মানুষ!
শিখিয়েছে জাত হিসেবে,
আমরা সবাই মানুষ।
গাজার এই আর্তনাদ ~
দেখছেন নিশ্চয়ই প্রভু।
বায়তুল মোকাদ্দাস নিখুঁত-ই রবে;
বিলীন হবে না কভু।
মো :তোফাজ্জল মিয়া
উদ্ভিদ বিজ্ঞান বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ।