মো: মোমিন খাঁন, স্টাফ রিপোর্টার (বগুড়া) :
বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী অবসর প্রাপ্ত বৈমানিক ক্যাপ্টেন জাকারিয়ার প্রচারনা বহরে জাপার এমপি সমর্থীত অপর কর্মীদের হামলায় অন্তত ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় আব্দুল করিম মন্ডল ও তানহেদ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসময় হামলাকারিদের ফেলে যাওয়া নম্বর বিহীন দুইটি মোটরসাইকেল ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে বগুড়া-৩ আসনের চৌমহনী বাসট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী অবসর প্রাপ্ত বৈমানিক ক্যাপ্টেন জাকারিয়া হোসেন জানায়, তিনি গত বৃহস্পতিবার সকাল থেকে মোটরসাইকেল যোগে দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন গ্রামে তার কর্মীদের নিয়ে নির্বাচনি প্রচারনা শেষে আদমদীঘির উদ্দেশ্যে রওনা হন। বেলা ১টায় তার প্রচারনা বহরটি চৌমহনী বাসট্যান্ড এলাকায় পৌঁছালে জাতীয় পার্টির অপর এমপি সমর্থীত কর্মীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ক্যাপ্টেন জাকারিয়ার প্রচারনা বহরের গতিরোধ করে হামলা চালায়। হামলাকারিদের ধারালো অস্ত্রের আঘাতে ক্যাপ্টেন জাকারিয়ার ৫জন কর্মী আহত হয়। এর মধ্যে গুরুতর আব্দুল করিম মন্ডল ও তানহেদ আলীকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপচাঁচিয়া থানায় খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বে হামলাকারিরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া নম্বর বিহীন দুইটি মোটরসাইকেল আটক করে থানায় নেয়।
বগুড়া-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার জানান, তার ভাইসহ আমার কর্মীদের উপর জাকারিয়া হোসেনের কর্মীরা হামলা চালায়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ পরিত্যাক্ত অবস্থায় দুইটি মোটরসাইকেল উদ্ধারের কথা স্বীকার করে জানান, চৌমহনী বাসস্ট্যান্ড এলাকায় হামলার সংবাদ পেয়ে ফোর্স পাঠানো হয়। সেখানে হামলাকারিদের পাওয়া যায়নি।
এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।