সবুজের অমৃত স্পর্শ
মোঃ সজিব মিয়া
প্রকৃতির মাঝে চারদিকে সবুজের সমাহার।
প্রকৃতির মুগ্ধতার আহবানে,
আমি চারদিকে বার বার তাকিয়ে থেকে,
আমার চোখ ও মনকে শীতল করি।
চারদিকে সবুজ শান্তির মাঝে,
গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে,
রঙ বেরঙের ফুল ফুটেছে।
তারা প্রকৃতির সাথে আনন্দে মেতে উঠেছে।
রাস্তার পাশে নদীর তীরে,
সবুজে সবুজে বৃক্ষের সমাহারে,
প্রকৃতি নতুন এক রূপ ধারণ করেছে।
প্রকৃতির মাঝে প্রতিনিয়ত,
ঋতুর বৈচিত্রতা হয়ে থাকে।
এতে করে প্রকৃতির মাঝে,
প্রতিনিয়ত আস্তে আস্তে,
অপরূপ সৌন্দর্যে সজ্জিত হয়ে উঠে।
প্রকৃতি তোমার রূপের শেষ নাই,
প্রকৃতি তুমি সত্যিই অপরূপ সৌন্দর্য্যের অধিকারী।
আমি পৃথিবীর মাঝে,
অজস্র ধন সম্পদ চাই না।
আমি শুধুমাত্র প্রকৃতির মাঝে,
মনের গভীরে আনন্দ পেতে চাই।
আমার প্রিয় মাতৃভূমির মতো,
পৃথিবীর অন্য কোন জায়গায়,
সবুজের রূপ সৌন্দর্যের এতো সমাহার নেই।
এই সমাজের কিছু মানুষ,
তোমার রূপ ও সৌন্দর্যকে ধ্বংস করতে চাই।
প্রকৃতি তোমার বুক আজ রক্তে রক্তাক্ত।
প্রকৃতি তুমি অসংখ্য দুঃখ-কষ্টের মাঝে,
তোমার রূপ ও সৌন্দর্যকে রক্ষা করে থাকো।
আমি মনের গভীরে আশা রাখি,
প্রকৃতি যেন চিরকাল সবুজে উজ্জ্বলতায় হয়ে থাকে।
চিরকাল আমার মন প্রাণ যেন,
তোমার সবুজের অমৃত ছোঁয়ায় স্পর্শ করে থাকে।