“আমি মধ্যবিত্তের বড় ছেলে”
এ.এস মির্জা মোহাম্মদ নাদিম শাহ্
আমি মধ্যবিত্তের বড় ছেলে বলছি
আলালের ঘরের কোন দুলাল নই;
যেনো সোনার চামচ মুখে বেড়ে উঠবো,
রং-মশালে টাকার পাতা উড়বো।
আমি মধ্যবিত্তের বড় ছেলে বলছি
শত কষ্টের মাঝেও চোখের কোণ রাখি শুষ্ক,
চিত্ত রেখেছি পাথর বেঁধে,
স্বজনদের ভালো রাখার প্রত্যাশায়।
আমি মধ্যবিত্তের বড় ছেলে বলছি
কষ্টগুলো খুব কাছ থেকে অবলোকন করেছি,
দারিদ্র্যের মাঝে গড়ে ওঠা আমার পরিবারকে,
নিজের চাওয়া-পাওয়া বিলীন করে পরিবারকে বুঝতে শিখেছি।
আমি মধ্যবিত্তের বড় ছেলে বলছি
মিথ্যার মাঝে লুকায়িত কোন চাপল্য নয়,
যে কথার বাহারে আকাশ ছুঁবে,
যা তার ধরা ছোয়ার বাইরে।
আমি মধ্যবিত্তের বড় ছেলে বলছি
দায়িত্ব ছেড়ে দিয়ে খামখেয়ালিপনায় আকৃষ্ট নয়,
যে জিম্মাদার হওয়া সত্ত্বেও ঝুঁকি নিতে কার্পণ্য করবে,
নিজের সুখ-স্বাচ্ছন্দ্যে পরিবার ধুকে মরবে।
আমি মধ্যবিত্তের বড় ছেলে বলছি
নতুন বছরকে স্বাগত না জানিয়ে দায়িত্বের ভার নিয়েছি কাঁধে,
হয়তো আমি আমার পরিকল্পনার ব্যর্থ হয়েছি,
তবুও শেষ মুহুর্ত পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি।
এ.এস মির্জা মোহাম্মদ নাদিম শাহ্
ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন(ডিভিএম)
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।