রিপন মিয়া, মৌলভীবাজার প্রতিনিধি।
“বিনিয়েগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার”এই প্রতিপাদ্য নিয়ে আজ (৩০ সেপ্টেম্বর) শনিবার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষনার্থী সাগরিকা দাশের উপস্থাপনায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার ।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।এ সময় তিনি বলেন, মেয়েদের লেখা-পড়ার পাশাপাশি কর্মমূখী শিক্ষার দিকে মনোযোগ দিতে হবে।
তিনি বাল্য বিয়ের কুফল সম্পর্কে আলোচনা করেন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন,জেলা মহিলা অদিদপ্তরের প্রশিক্ষনার্থী ও অভিবাভকবৃন্দ।