মাঈনুল ইসলাম,চট্টগ্রাম :
অদ্য ১২ই রবিউল আউয়াল, পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জুলুস এ আগত ধর্মপ্রাণ ভাইদের রক্তদান ও রক্তদাতা সংগ্রহে ব্লাড ফ্রেন্ড সোসাইটি’র লিফলেট বিতরণ কার্যক্রম নগরীর মুরাদপুর থেকে শুরু করে জামেয়া মাঠ এ গিয়ে শেষ হয়।
সংগঠনের সভাপতি ম. শওকত উল ইসলামের নির্দেশনায় ও আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম টিপু’র সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত রক্তদান ও রক্তদাতা সংগ্রহে লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব প্রদান করেন ব্লাড ফ্রেন্ড সোসাইটি’র সাধারণ সম্পাদক মো. মঈনুল ইসলাম। সংগঠনের কার্যকরী সদস্য মো. আবদুর রহিমের সক্রিয়তায় কার্যক্রমে অংশ নেন শুভাকাঙ্ক্ষী মো. শাহ হোসাইন, মো. করিম, মাজাহারুল ইসলাম রাহাত ও মো. হাবিব।
জুলুসে আগত ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা ব্লাড ফ্রেন্ড সোসাইটি’র লিফলেট সাদরে গ্রহণ করেন, এতে অনেকেই এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, রক্তদান একটি মহৎ কাজ। এ কাজে সকলের এগিয়ে আসা উচিত।
এসময় অনেকেই “রক্ত দিন, জীবন বাঁচান” প্লে কার্ড নিয়ে রক্তদানে অন্যকে উদ্ধুদ্ধকরতে ভিডিও বার্তায় অংশ নেন। কার্যক্রমে ১২০০ লিফলেট বিতরণ করা হয়।