ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ

ফুফুর বাড়ি থেকে আর বাড়ি ফিরা হলো না মানিকের? সড়কেই গেল প্রাণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ণ

Link Copied!

মো্স্তাকিন হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা :

দিনাজপুরের বিরামপুরে ফুফুর বাড়িতে দাওয়াত খেয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মানিক হোসেন (১৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এবং মোটরসাইকেলে থাকা আখেরুজ্জান নামের অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিওড় বটতলি নামকস্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া জেলার পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার ছোট চেরাগপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। এবং আহত আখেরুজ্জান একই গ্রামের ইয়ার আলীর ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, নিহত মানিক মিয়া চাচা আখেরুজ্জানকে নিয়ে বিরামপুরে দুপুরে ফুফুর বাড়িতে দাওয়াত খেতে আসেন। দাওয়াত খেয়ে বিকেলে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফেরার উদ্যেশ্যে রওনা দেন। এরপর দিওড় বটতলী নামকস্থানে পৌছিলে বগুড়া থেকে ছেড়ে আসা আকাশ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাদের মোটারসাইকেলটির সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়। এবং চাচা আখেরুজ্জান গুরুতর আহন হন। আশঙ্খাজনক অবস্থায় আখেরুজ্জানকে উদ্ধার করে প্রথমে বিরমপুর উপজেলা স্বাস্থকমপ্লেক্স ও পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ওসি সুব্রত কুমার বলেন, ঘাতক বাসটি আটক করে থানায় আনা হয়েছে। বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

368 Views

আরও পড়ুন

টেকনাফে র‍্যাব-বিজিবি’র যৌথ অভিযানে সাড়ে৩লাখ ইয়াবা উদ্ধার,আটক-১

দূর্গা বিসর্জনে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে র‍্যাব ১৫ কক্সবাজার

মধ্যনগরে গুণী শিক্ষক নির্বাচিত হলেন অজয় কুমার রায়

ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময় ১ দিন বাড়ালো

চাকসুতে প্রার্থী হচ্ছেন সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৪টি ভারতীয় গরু জব্দ

চাকসুতে অংশগ্রহণ করবে না গণতান্ত্রিক ছাত্র সংসদ

চাকসু হল সংসদে পূর্ণ প্যানেল দিলো ছাত্রীসংস্থা

টেকনাফে২লাখ টাকার মুক্তিপণ দাবি,অপহৃত কিশোর উদ্ধার

র‍্যাব১৫-বিজিবির যৌথ অভিযানে টেকনাফে ৪০,০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি এক মিয়ানমার নাগরিক আটক

পাহাড় বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে মুফিজ, নিরব বন কর্মকর্তা।

টেকনাফে ১ লক্ষ ৭০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার