মাহবুবুর রহমান সাজিদ
পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে বৃক্ষরোপণের বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি আরো গুরুত্ববহ। আমাদের দেশে যেখানে ২৫ শতাংশ বনভূমি থাকার উচিত ছিল সেখানে রয়েছে মাত্র ১৬ শতাংশ।
এই ঘাটতি পূরণে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিবছর সারাদেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় এবছর দেশব্যাপী শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ লক্ষ শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ ৭০০টি ফলজ গাছের চারা বিতরণ করেছে। তারা এই চারাগুলো সযত্নে রোপণ করেছে তাদের বাড়ির আঙ্গিনায় কিংবা প্রিয় প্রতিষ্ঠান প্রাঙ্গনে।
তন্মধ্যে আম্রপালি ৪৩,২৯৮টি, থাই পেয়ারা ২৮,৯৫৫টি এবং সিডলেস লেবু ২৮, ৪৪৭টি। এছাড়াও কিছু অ্যারাবিয়ান খেজুর গাছের চারা পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে। ফলাফল ইতিবাচক হলে পরবর্তীতে সারাদেশে লাগানো হবে ইনশা আল্লাহ।
ইসলাম বৃক্ষরোপণকে কতটা গুরুত্বারোপ করেছে সেটি নিচের ২টি হাদীস পড়লে সহজেই অনুধাবন করা যাবে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি কোন মুসলিম বৃক্ষরোপণ করে কিংবা শস্য উৎপাদন করে এবং তা থেকে কোন মানুষ অথবা পশু-পাখি ভক্ষণ করে তাহলে তা সেই ব্যক্তির জন্য সাদাকা হিসেবে পরিগণিত হবে।” (সহীহ বুখারী-২৩২০)
অপর হাদীসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
”যদি কিয়মাত সংঘটিত হওয়ার আগ মুহূর্তেও তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তাহলে সে যেন তা রোপণ করে দেয়।” (মুসনাদে আহমদ-১২৯০২; আদাবুল মুফরাদ; ৪৭৯)
আস-সুন্নাহ ফাউন্ডেশন শিক্ষার্থীদের হৃদয়ে বৃক্ষপ্রেমের বীজ বপন করতেই দেশব্যাপী স্কুল, কলেজ এবং মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে বাস্তবায়ন করেছে এই প্রকল্প। বৃক্ষরোপণের উপকারিতা, কিভাবে বৃক্ষরোপণ এবং পরিচর্যা করা উচিত এবং বৃক্ষনিধনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরী করা হয়েছে।
বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু। বৃক্ষের জীবনচক্রে মানুষের জন্য অমূল্য শিক্ষা রয়েছে। বৃক্ষের বেড়ে উঠা, ফুল ফুটানো, ফল ধরা, কার্বন-ডাইঅক্সাইড শোষণ, অক্সিজেন প্রদান, ছায়া দান, জ্বালানি এবং আসবাবপত্র নির্মাণের জন্য কাঠ সরবারাহ ইত্যাদি সকল কার্যক্রম মানুষের কল্যাণের জন্য। অপরের কল্যাণ সাধনই বৃক্ষের জীবনের স্বার্থকতা।
অথচ আমরা নিজেদের জীবনচক্র নিয়ে একটু চিন্তা করি। আমাদের যাপিত জীবনে পড়াশোনা, পরিশ্রম, চাকুরী, ব্যবসা ইত্যাদি যাবতীয় বিষয়ের কতটুকু আমরা দেশ ও জাতির স্বার্থে, মানুষের কল্যাণের জন্য উৎসর্গ করছি?
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ” আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে”। (সহীহ মুসলিম: হাদিস নং: ২৬৯৯)
সওয়াব অর্জন এবং প্রয়োজনীয় খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে আমরা অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারি। বিভিন্ন ফলজ, বনজ এবং ঔষধি গাছের চাষ করে বিপুল অর্থকরি উপার্জন সম্ভব। তাই পতিত জমি ফেলে না রেখে বৃক্ষরোপণ করা বুদ্ধিমত্তার পরিচায়ক।
আসুন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পৃথিবী বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে যথাসাধ্য বৃক্ষরোপণ করি।