———-
আলো আধারে রাত্রি-প্রহরে,
আসিবে ঝঞ্ঝা তোমার দুয়ারে।
ভয় পেওনা উদীপ্ত পদে;
এগিয়ে চলো তুমি তোমার অভীষ্টে।
হৃদয় কাননে আছে যে কলি,
ফুটতে দাও তারে সযতনে।
তোমার জয় আসিবে জানি।
রৌদ্র প্রখরে হিমালয় হয়ে
শীতল করো এ অগ্নি অবনী।
পরাজয়ের গ্লানি যত
ভুলে যাও, চলো আগামীর তরে।
উপেক্ষা করো সকল আঁধির আধার,
তাকাবেনা আর পিছনে ফিরে।
জীবনটা এক অশান্ত নদী।
তুমি পারবেনা এর বাঁক ফেরাতে।
আজ থেকে নাও এ শপথ,
জমুক যতই ঝঞ্ঝাবায়,
হারাবেনা তুমি তোমার মনোবল।
——
লেখক:
সানজিদা আরমিন মীম
শিক্ষার্থী, আইন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়