ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রাঙামাটি নানিয়ার চর সড়কের বেহাল দশা যানচলাচল উপযোগী করতে কাজ করছে বিসিসি ভলান্টিয়ার্স

প্রতিবেদক
নিউজ ভিশন
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩০ পূর্বাহ্ণ

Link Copied!

হাসান মল্লিক,রাঙ্গামাটি :

গেলো কয়েকদিনের ভারি বর্ষণের ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নানিয়ার চর রাঙামাটি সড়কের অবস্থা নাজুক হয়ে পড়েছে।সড়কটি পুরোপুরি যানচলাচল অনুপযোগী হয়ে পড়ার ফলে সাধারণ জনগণের পোহাতে হচ্ছে ভোগান্তি। ব্যাহত হচ্ছে নানিয়ার চর নির্মাণাধীন চেঙ্গি সেতুর প্রয়োজনীয় সরঞ্জাম আনা নেয়ার কাজ।

এমন পরিস্থিতিতে সাধারণ জনগণের কষ্ট কিছুটা হলেও লাঘবের চেষ্টায় বিসিসি ভলান্টিয়ার্সের সেচ্ছাসেবীরা।

গত ২২ সেপ্টেম্বর বিসিসি ভলান্টিয়ার্সের প্রায় ৩৫ জন সদস্য সড়কটি যানচলাচল উপযোগী করতে বগাছড়ি ১নং ওয়ার্ডের টি-সংযোগ এলাকায় কাজ করেন । তারা সড়কে সৃষ্টি হওয়া গর্তভরাট ও বিভিন্নস্থান জমে থাকা কংকর অপসারণের পর সড়কটি যানচলাচল উপযোগী হয়।এছাড়াও উক্ত কার্যক্রম চলাকালে আটকে পড়া যানবাহন পাড় হতে সহযোগিতা করেন সেচ্ছাসেবীরা।
উক্ত কার্যক্রমে সেনাবাহিনীর ১৯ ইন্জিনিয়ারিং কনেস্ট্রাকসন ব্যাটলিয়নের তত্ত্বাবধানে চলতে নানিয়ার চর চেঙ্গিসেতুর নির্মান কাজে ব্যাবহৃত একটি রাডার দিয়ে উক্ত কাজে পূর্ণ সহোযোগিতা করেন চেঙ্গিসেতু নির্মাণ কতৃপক্ষ।

উক্ত কার্যক্রম চলাকালে সময়ে নানিয়ার চর উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ মাসুদ পারবেজ সড়কযোগে উপজেলা সদরে যাওযার সময় কার্ক্রমস্থল পরিদর্শন করেন।তিনি এ ধরনের সেচ্ছাসেবা মূলক কাজের অবদান রাখায় সেচ্ছাসেবীদের ভূয়সী প্রশংসার করেন। পাশাপাশি তিনি বলেন` দীর্ঘদিন ধরে বিসিসি ভলান্টিয়ারর্সের সেচ্ছাসেবীরা পুরো উপজেলা জুড়ে যেভাবে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবিদার। আমার প্রত্যাশা যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় ভবিষ্যতেও বিসিসি ভলান্টিয়ারর্স তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
এছাড়াও তিনি সকল ধরনের সামাজিক কাজে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহোযোগিতার আশ্বাস দেন।

এছাড়াও বাংলাদেশে আওয়ামী লীগ নানিয়ার চর উপজেলা শাখার সভাপতি ও বিসিসি ভলান্টিয়ারর্সের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনসার আলী উক্ত কার্যক্রম পরিদর্শন করেন, এসময় তিনি এধরণের পরিস্থিতিতে মানবতার কল্যানে মানুষের পাশে দাড়ানোর পরামর্শ দেন।

এ বিষয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মালেক এ কাজে যারা অংশগ্রহন করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি তিনি বলেন` নানিয়ার চর রাঙামাটি
সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বিভিন্নস্থানে পিচঢালা কংক্রিটের স্তর উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও প্রবল বর্ষণের ফলে বিভিন্ন স্থানে ভূমিধ্বসের দেখা দিয়েছে। ফলে যানচলাচলে ব্যাঘাত ঘটছে।

এমতাবস্থায় নানিয়ার চর রাঙামাটি সড়কের দ্রুত সংস্কার করা এখন সময়ের দাবি, তাই সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কতৃপক্ষের কার্যকরি পদক্ষেপই সাধারণ জনগণের প্রত্যাশা।

আরও পড়ুন

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

আমতলী ইসলামিয়া মাদ্রাসার গভর্ণিংবডির সভাপতি ড. মিজান ও বিদ্যুৎসাহী প্রতিনিধি মা: লুৎফর রহমান

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের শেষ কর্মদিবস— বিদায় জানালেন আবেগঘন বার্তায়

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে জবাই করে হত্যা

ঢাকা কলেজের শিক্ষক এ.কে.এম রফিকুল আলমের বক্তব্য ভাইরাল ‘সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়েই কাউন্টার মব করতে হবে’

ঢাবি ভর্তিচ্ছুদের সহযোগিতায় চবিতে ছাত্রশিবিরের হেল্পডেক্স