ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

রাবি প্রেসক্লাবের আয়োজনে ক্যাম্পাস সাংবাদিকতায় প্রশিক্ষণ পেল ৪৫ সাংবাদিক

প্রতিবেদক
নিউজ এডিটর
১৭ জুলাই ২০২৩, ১:৩০ পূর্বাহ্ণ

Link Copied!

আল মাহমুদ বিজয় (রাবি প্রতিনিধি):
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (রাবি প্রেসক্লাব) আয়োজিত ‘ক্যাম্পাস সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে আজ। এতে বিশ্ববিদ্যালয়ের তিন সাংবাদিক সংগঠন ও রাজশাহী কলেজ থেকে মোট ৪৫ জন ক্যাম্পাস সাংবাদিক অংশ নেয়।

রোববার (১৬ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সের কনফারেন্স রুমে দ্বিতীয় দিনের কর্মশালা শুরু হয়। এবং বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান।

দুই দিনব্যাপী এ কর্মশালায় দ্বিতীয় দিনের প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ, চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম সবুজ, বাংলাভিশন টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফররুখ বাবু, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব।

প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান অভির সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহজালাল ইসলাম তুহিনের সঞ্চালনায়
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল ইসলাম।

এসময় উপ-উপাচার্য বলেন, প্রেসক্লাবের যে স্লোগান ‘আমরা নির্ভীক সত্য লিখবোই’
এই কথাটা যথার্থ সম্মান দেওয়াটা একজন মানুষের দায়িত্ব। এটা একটা সুন্দর চরিত্র। এটা যদি মানুষের জীবনে এবং আশেপাশের মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে আমরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবো। আমরা সামজে মিশ্র একটা বিষয় দেখি। কখনো ভালো লোক কাজ করি এক সাথে কখনো বা কেউ একজন খন্ডিত হয়ে যায়। এই বিভক্ত হয়ে যাওয়ার পেছনে কারনটা কি সেটা যদি আমরা অনুসন্ধান করতে পারি এবং বাস্তবায়ন করতে পারি তবেই আমরা নির্ভীক সত্য লিখবোই কথাটা বাস্তবে পরিণত হবে।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আমজাদ হোসেন, উপদেষ্টা অধ্যাপক মোহা. হাসানাত আলী এবং জনসংযোগ প্রশাসক ও প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।

সমাপনী বক্তব্যে রাবি প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান অভি বলেন, প্রতিষ্ঠার পর থেকে রাবি প্রেসক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীসহ সর্বস্তরের মানুষের অধিকার আদায়ে নির্ভীকভাবে সত্য লিখেই যাচ্ছে। বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের নৈপুণ্যতা প্রদর্শণ এবং সৎ, দক্ষ ও নির্ভীক সাংবাদিক তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। প্রেসক্লাবের সাবেক সদস্যরাও দেশের মজলুম মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন। আজকের এই প্রশিক্ষণ ক্যাম্পাস সাংবাদিকদের বুনিয়াদি মজবুত করতে কার্যকরী ভূমিকা পালন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। &##

350 Views

আরও পড়ুন

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ

ফেনীর ফুলগাজীতে বন্যায় পানিবন্দিদের উদ্ধার করলো ফুলগাজী ফায়ার সার্ভিস টিম

শান্তিগঞ্জে বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণ 

টেকনাফে চার শতাধিক অসহায়-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে র‌্যাব ও কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে এসএসসি ফলাফলে শীর্ষে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয় ও পিছিয়ে সুরমা উচ্চ বিদ্যালয়

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ

দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান: তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য ও হতাশা একসাথে

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

১৪ জুলাই পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা