ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

জোয়ারিয়ানালাতে ২১ মে থেকে কার অনুমতিতে চলমান রয়েছে জুয়া খেলা?

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৯ জুলাই ২০২৩, ১:৫৯ পূর্বাহ্ণ

Link Copied!

ইমরান উদ্দীন,স্টাফ রিপোর্টার(কক্সবাজার)

২০২৩ সালের ২১ মে থেকে কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালায় চলমান রয়েছে জুয়া খেলা ঈদুল আযহা উপলক্ষে মাত্র ৩ নিদেন জন্য বন্ধ হয়েছিলো ঈদ শেষে পুনরায় আবারও শুরু হয়েছে রমরমা জুয়া খেলা।

প্রভাবশালী নেতাদের সহযোগিতায় সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বৈশাখী মেলার নামে দিন-রাতে প্রকাশ্যেই জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে।

একটা শেষ হওয়ার পর পরেই আর একটা। ৯ জুলাই আবারও শুরু হতে যাচ্ছে এই জুয়া খেলা। জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মালা পাড়া রেঞ্জ অফিসের পেছনে ৩দিনব্যাপী শুরু হতে যাচ্ছে জুয়া খেলা।

এ জুয়ার আসর বন্ধ করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

বর্ণিত ইউনিয়নের কয়েকটি এলাকায় তিন দিন করে বৈশাখী মেলা নামে প্রশাসনের অনুমতি নিয়ে চমৎকার ভাবে দর্শকের উপস্থিতিতে প্রকাশ্যেই জুয়ার আসর চলমান রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও বৈশাখী মেলা উপভোগ কারীরা।

রামু থানার কয়েক কিলোমিটারের মধ্যে এ আসর বসানো হয়। তবে রামু থানা পুলিশ কয়েকবার অভিযানও করেছে বলে জানান রামু থানার ওসি আনোয়ার হোসাইন।

এছাড়া বৈশাখি অনুষ্ঠানের নামে পরিবেশন করা হচ্ছে অশ্লীল নৃত্য। এতে নিঃস্ব হচ্ছে কৃষক এবং বিপদগামী হচ্ছে যুব সমাজ। এসব অসামাজিক কর্মকান্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রকাশ্যে জোয়ার খেলার আসর আয়োজন করা হয় । ছোট-বড় মিলে মোট ৪টি জুয়ার বোর্ডে লাখ লাখ টাকার খেলা হয়।

লোভের ফাঁদে পড়ে এক রাতেই অনেকে সর্বশান্ত হয়েছে। স্থানীয় কৃষক ও যুব সমাজ হুমরি পড়ে ওই খেলার আসরে। অনেকেই লাভের আশায় বোর্ডে টাকা ফেলে নিঃস্ব হন। এসব মেলার কারণে চলনবিলের হাজার হাজার নিরীহ কৃষক এবং যুবসমাজ নিঃস্ব ও বিপদগামী হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, প্রতি বছরের ন্যায় বৈশাখ মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাকে ঘিরে এলাকায় জামাই ও বউ-ঝি এর আগমন ঘটে। ঘরে ঘরে চলে আনন্দ ও উল্লাস। কিন্তু এবার মেলায় জুয়ার আয়োজন করায় এলাকাবাসীর আনন্দ মাটিতে মিশে গেছে।

বৈশাখী মেলার নামে অসামাজিক এই ধরণের কার্যকলাপ বন্ধ করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন সচেতনমহল।

বৈশাখী মেলায় জুয়ার আসর বসানোর বিষয়ে জানতে রামু থানার ওসি আনোয়ার হোসাইন বলেন কোথায় কখন হচ্ছে যদি হয় সব আয়োজন ভেঙ্গে দেওয়া হবে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

আরও পড়ুন

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস

সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দোয়ারাবাজারে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক সভা

ভূমিকম্পে ইডেন কলেজের হাসনা বেগম হলে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, গভীর রাতে হলের নিচে শিক্ষার্থীদের অবস্থান

টেকনাফে আদালত ভবন স্থাপনের ঘোষণা দিলেন বিএনপি’র প্রার্থী শাহজাহান চৌধুরী

যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে-আমীরে জামায়াত