ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ

শেরপুরে পৃথক সড়ক দুৃর্ঘটনায় নিহত ৩

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ জুন ২০২৩, ৭:৫৪ অপরাহ্ণ

Link Copied!

রাকিবুল আওয়াল পাপুল,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলায় পৃথক সড়ক দুৃর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল ২৯ জুন বৃহস্পতিবার রাতে ঝিনাইগাতী উপজেলার কদমতলী এলাকায় শেরপুর-নালিতাবাড়ী সড়কে এবং সদর উপজেলার কুলুরচর এলাকায় শেরপুর-জামালপুর সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিউনের মনাকুষা গ্রামের মো. রফিক মাস্টারের ছেলে ব্যাটারীচালিত ইজিবাইক যাত্রী রবিউল ইসলাম (৪০) ও একই ইউনিয়নের বন্ধপাড়া গ্রামের ইজিবাইক চালক সাইদুল ইসলাম (৩০) এবং সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিঘলদী টিক্কাপাড়া গ্রামের কলেজছাত্র মো. মিশর (১৭)। শুক্রবার দুপুরে নিহতদের পরিবারের পক্ষ থেকে বিনাময়নাতদন্তে হস্তান্তরের জন্য আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা থেকে নালিতাবাড়ীগামী লুবনা পরিবহন নামে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস ঝিনাইগাতী উপজেলার কদমতলী বাজারের সামনে পৌঁছলে ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় এবং ইজিবাইকে থাকা যাত্রী ও চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে শেরপুর সদর উপজেলার শেরপুর-জামালপুর সহাসড়কের কুলুরচর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই নিহত হন কলেজ ছাত্র মো. মিশর। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

437 Views

আরও পড়ুন

পরিবেশ, হাওর ও জলাভূমি রক্ষায় যুব সমাজের অংশগ্রহণ অপরিহার্য

টেকনাফে র‍্যাব-বিজিবি’র যৌথ অভিযানে সাড়ে৩লাখ ইয়াবা উদ্ধার,আটক-১

দূর্গা বিসর্জনে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে র‍্যাব ১৫ কক্সবাজার

মধ্যনগরে গুণী শিক্ষক নির্বাচিত হলেন অজয় কুমার রায়

ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময় ১ দিন বাড়ালো

চাকসুতে প্রার্থী হচ্ছেন সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৪টি ভারতীয় গরু জব্দ

চাকসুতে অংশগ্রহণ করবে না গণতান্ত্রিক ছাত্র সংসদ

চাকসু হল সংসদে পূর্ণ প্যানেল দিলো ছাত্রীসংস্থা

টেকনাফে২লাখ টাকার মুক্তিপণ দাবি,অপহৃত কিশোর উদ্ধার

র‍্যাব১৫-বিজিবির যৌথ অভিযানে টেকনাফে ৪০,০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি এক মিয়ানমার নাগরিক আটক

পাহাড় বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে মুফিজ, নিরব বন কর্মকর্তা।