নিজেস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিস্ট্রি ডিপার্টমেন্ট ডিবেটিং সোসাইটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে রুবেল মিয়া ও সাধারন সম্পাদক হিসেবে নাঈম-উর-রহমান দায়িত্ব প্রাপ্ত হয়েছেন।
রবিবার (৪জুন) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার এবং ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক এস. এম. তানভীর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি (প্রশাসন) হিসেবে আরিফুল ইসলাম, সহ-সভাপতি (বিতর্ক) খালিদ মাহমুদুল্লাহ , সহ- সভাপতি তাম্মী রহমান। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) হিসেবে উম্মে রুকাইয়া রুম্পা, যুগ্ম সাধারণ সম্পাদক (তথ্য ও গবেষণা) আহাদ মোহাম্মাদ তাহমিদ দ্বীপ, যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক রোকসানা মিতু, প্রচার সম্পাদক শিহাব হোসেন, অর্থ সম্পাদক রকি হোসাইন, দপ্তর সম্পাদক নাহিদ চৌধুরী, প্রকাশনা সম্পাদক মোস্তাকিম কুতুব,
প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক জেরিণ তাসনিম প্রাপ্তি, তথ্য ও গবেষণা সম্পাদক আখি আক্তার বন্যা, কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক সানজিদা আক্তার মেঘলা, সাংস্কৃতিক সম্পাদক আনিকা তাহসিন।
এছাড়া ৭ জন সদস্য পদে রয়েছেন। এনারা হলেন, লিজা আক্তার, ফেরদাউস ইসলাম রিপন, জিনিয়া আক্তার, রাশেদ রানা, তানজিলা আক্তার, রওশন আরা অমি, তানভীর আনজুম।
সভাপতির বক্তব্যে রুবেল মিয়া বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি সুদূরপ্রসারী। আমাদের চিন্তাভাবনা ক্লাবটি দেশের গণ্ডি পেরিয়ে বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের জন্য সোনালী অর্জন বয়ে আনবে। আমি আমার শ্রদ্ধেয় অভিভাবক চেয়ারম্যান ম্যাডাম এবং মডারেটর স্যারের প্রতি কৃতজ্ঞ এই গুরুদায়িত্ব অর্পণের জন্য।
সাধারন সম্পাদক নাইমুর রহমান বলেন, সবাইকে সাথে নিয়ে ডিবেটিং সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে চাই। ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্য অত্যন্ত নিষ্ঠার সাথে নিজ নিজ দায়ীত্ব পালন করবে এই কামনা করছি। বিতর্ককে ভলোবেসে, যুক্তিকে লালন করে আমাদের ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটি পৌঁছে যাবে উন্নতির চরম শিখড়ে।