ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
  1. সর্বশেষ

আলিসা জাহান মিম’র কবিতা: তুমি আছো বলেই

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ মে ২০২৩, ২:৩৩ পূর্বাহ্ণ

Link Copied!

——–
আলিসা জাহান মিম
তুমি আছো বলেই

তুমি আছো বলেই,
আমি শান্ত, স্থির।
যত অভিযোগ, আবদার
তোমার কাছেই করি,
যত চঞ্চলতা
সব তোমার সাথেই দেখাই।

তুমি আছো বলেই,
আমি শান্তির ঘুমে ভাসি।
যত অপমান, অবিচার
মুখ বুজেই শুনি।
জানি, তুমি উত্তর দিবে ঠিক।

তুমি আছো বলেই,
আমি ভয়হীন ভাবে বাঁচি।
জানি, তুমি দেখছ আমায়
আমি কতটা সরল,
তুমি তা জানো।
দিনশেষে আমি নিশ্চিন্ত।

তুমি আছো বলেই,
আমি বেঁচে আছি।
ঠকে গিয়েও সুখ আছে,
তুমি বুঝিয়েছো আমায়
তাই আমি জিততে চাই না।

তুমি আছো বলেই,
সব কষ্ট সহ্য করি
যা আমার প্রাপ্য নয়।
জানি তুমি উত্তম
যা কিছু আমার জন্য রেখেছ।
বিপদ কে আমি ভয় পাই না।

আমি তোমায় ভালোবাসি
কারণ, তুমি আমার থেকেও
আমায় বেশি বুঝো।
তুমি যা করো ভালোর জন্য
সেখানে কোনো স্বার্থপরতা নেই।

তাই আমি,
এই দুনিয়ার মানুষকে নয়
শুধু তোমায় ভরসা করি।
এইভাবেই যত্নে রেখো
আমার রব, আমার স্রষ্টা।

324 Views

আরও পড়ুন

টঙ্গীতে উঠান বৈঠকে কামরুল ইসলাম কামু : “ভোট বিক্রি মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা”

পরিবারের সাংবাদিক সম্মেলন
চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

বি এম কলেজ উত্তরণের সভাপতি নুসরাত- সম্পাদক প্রকাশ।

অভিযোগে আলোচিত এসিল্যান্ড রয়া ত্রিপুরা, শেষমেশ পতেঙ্গায়

ইউএনও অনুমতিপত্র জালিয়াতি করে মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচারের ঘটনায় মামলা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহুর্তে জায়গা পরিবর্তনের কোন সুযোগ নাই ——————-সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের

বোয়ালখালীতে ১৯৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৬০০বস্তা সারসহ ট্রলার জব্দ,আটক-১০

জামালপুরে নকল ব্যান্ডরোল সহ রশিদা বিড়ির দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি 

ইসলামপুরে আন্তর্জাতিক মে দিবস পালিত 

নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

আমরা কি সামাজিকভাবে অবক্ষয়ের পথে হাঁটছি?