ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

রংপুরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
রংপুর ব্যুরো
৭ এপ্রিল ২০২৩, ৫:৫৭ অপরাহ্ণ

Link Copied!

রংপুর ব্যুরো:

রংপুরে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নানসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত রংপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের করে সাংবাদিকরা।

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক নেতারা বলেন, যমুনা টেলিভিশনের ক্রাইম সিনে যে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হয়েছে তাতেই সব তথ্য উপাত্ত সন্নিবেশিত আছে। তিনি সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জমি জাল দলিল করে বিক্রির মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি এবং তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত। আরও চারটি মামলা বিচারাধীন। কিন্তু তিনি কীভাবে আদালতে এসে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন সেটি দেখার দায়িত্ব পুলিশের।

সাংবাদিক নেতারা বলেন, পিবিআইকে নিরপেক্ষভাবে স্বচ্ছতার ভিত্তিতে প্রতিবেদন দিয়ে মামলা প্রত্যাহারের ব্যবস্থা করতে হবে। নইলে রংপুরের সাংবাদিক সমাজ মাঠে কঠোর আন্দোলন গড়ে তুলবে। একই দাবিতে পিবিআইকে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয় মানববন্ধনে।

তারা আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের সুযোগ নিচ্ছে অপরাধীরা। সরকারকে সজাগ থাকতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে যেসব সংবাদকর্মীর বিরুদ্ধে প্রতিবেদনের কারণে এই মামলা করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে।

মামলাটিকে হয়রানিমূলক আখ্যা দিয়ে মামলার বাদী তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রংপুর সিটি করপোরেশনের (রসিক) ১৫নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে মানববন্ধন থেকে দাবি জানানো হয়।

রাফিউল ইসলাম রাব্বি / এনভি

445 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা