ঢাকামঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ

রাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে গ্রীন ভয়েস

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩১ মে ২০২৩, ১:০৫ পূর্বাহ্ণ

Link Copied!

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, চলবে ৩১ মে পর্যন্ত।

এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছেন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

২৯ মে সোমবার সকাল থেকেই সংগঠনটির সভাপতি আশিকুর রহমান অন্তর,সাধারণ সম্পাদক আহসান হাবিব ও সাংগঠনিক সম্পাদক তুহিনা এর সঙ্গে স্বেচ্ছাসেবকের কাজ করতেছেন গ্রীন ভয়েস রাবি শাখার প্রায় পঞ্চাশের অধিক সবুজ বন্ধুরা।

সরেজমিনে গিয়ে দেখা যায় গ্রীন ভয়েস রাবি শাখার সবুজ বন্ধুরা ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়া,ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সুপেয় পানি বিতরণ, মাস্ক বিতরণ,কলম বিতরণ,অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম করতেছেন।

এসব কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির সভাপতি বলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের গ্রীন ভয়েস রাবি শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের নিদিষ্ট কেন্দ্র পৌঁছে দেয়া থেকে শুরু করে সার্বিক বিষয়ে পরামর্শ প্রদান করতেছি। আমাদের কার্যক্রম ৩১ মে তথা ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত চালু থাকবে।

408 Views

আরও পড়ুন