ঢাকাবৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রংপুরে মহানবীকে কটূক্তি, টিটু রায়ের ১০ বছরের কারাদণ্ড

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৩ মে ২০২৩, ৮:৫১ অপরাহ্ণ

Link Copied!

রাফিউল ইসলাম রাব্বি, রংপুর ব্যুরো:

রংপুরে ফেসবুকে ধর্মকে অবমাননা করে কটুক্তি প্রচার ও গংগাচড়া থানার ঠাকুরপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় টিটু রায়কে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে সাইবার ট্রাইব্যুনাল রংপুরের বিচারক ড. আবদুল মজিদ এই রায় দেন। রায়ের সময় অভিযুক্ত টিটু রায় আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থান করে রংপুর জেলার গংগাচড়া থানার হরকলী ঠাকুরপাড়ার মৃত খগেন্দ্রনাথ রায়ের ছেলে টিটু রায় ২০১৭ সালের ২৮ অক্টোবর এমডি টিটু নামে ফেসবুকে ফেক আইডি খুলে হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তি প্রচার করে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয়। টিটু রায়ের বাড়িসহ ঠাকুরপাড়ার সনাতন ধর্মাবলাম্বীদের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। যা পরবর্তীতে দেশ বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে সরকারি কৌশলী অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার বলেন, কোনোভাবেই ধর্ম অবমাননা সমীচীন নয়। এটা আইন পরিপন্থী। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। ধর্মীয় অবমাননাকর ছবি তৈরি করে প্রচার করায় আসামি টিুট রায়কে ৫৭ (২) ধারায় ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ বিচারক।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী ও পূজা উদযাপন পরিষদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রশান্ত কুমার রায় এই রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, সাইবার ট্রাইবুনালে ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে রায় প্রদান করা হয়ে থাকে। সেই মোতাবেক ফরেনসিক রিপোর্ট থেকে টিটু রায়ের মোবাইল ডিভাইস থেকে ওই ধরনের বিতর্কিত পোস্ট দেওয়ার প্রমাণ মেলেনি। আমরা মনে করি নিরক্ষর একটি ছেলের পক্ষে ফেক আইডি খুলে এই রকম পোষ্ট প্রচার করা সম্ভব নয়। বিচারক রায় দিয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

তিনি আরও বলেন, আমরা টিটু রায়ের এই মামলার যাবতীয় খরচ পূজা উদযাপন পরিষদ মহানগর কমিটির পক্ষ থেকে বহন করে যাচ্ছি।

219 Views

আরও পড়ুন

মাইশা আক্তার নিশিলার কবিতা “আসক্ত মেঘকণ্যা”

বোয়ালখালীর ৬টি দুস্থ পরিবারে এম এ হাশেম ফাউন্ডেশনের ঘর হস্তান্তর

” আনজুমনে নওজোয়ান ” বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা শাখার অনুমোদন

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তিগঞ্জে আওয়ামীলীগের র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জ সাব রেজিষ্টার অফিসের উদ্দ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নাইক্ষ্যংছড়িতে অসহায়দের মাঝে ১১ বিজিবির ইফতার বিতরণ !!

কুতুবদিয়ায় ঘুর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থ ছফুরা পেলেন নতুন ঘর

রাজশাহী নগরীতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন।

সড়ক দুর্ঘটনা

দোয়ারাবাজারে ট্রাক চাপায় শিশু নিহত

উদ্বোধন করলেন-সাংসদ সৈয়দ মুহাম্মদ ইবরাহীম
চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের শুভ উদ্বোধন

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী