ঢাকাবৃহস্পতিবার , ১ জুনe ২০২৩
  1. সর্বশেষ

নজরুল স্মরণে–আহমেদ হানিফ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৫ মে ২০২৩, ১১:৩৮ অপরাহ্ণ

Link Copied!

——–
আজি তোমার জন্মক্ষণে,
শত বন্দনা প্রেম-অর্ঘ্য নিবেদন,
কবিদের আসরে শত আয়োজনে-
স্মরণে নজরুলে নতশির সুআসনে।

জনতার সমাবেশে শতেক পঙক্তি বলে,
জনৈক কবির স্মরণে তুমি বিদ্রোহী,
মানবিক কবি কিংবা প্রেমাবতার-
সাহসী জননীর অগ্নিপুরুষ।

পৃথিবীর বুকে আজ নতুনত্বের সৃজন,
তুমি চির অমর-অম্লান,
তোমার স্মরণে চয়িত হয় প্রেমানুভব-
তুমি প্রেমিক বিপ্লবী জনতার।

জনৈক কবির মানসে পঙক্তির সৃজন,
সহস্র শব্দাবরণে তোমার নামের কথামালা,
ভালোবাসা নিবেদনে কসুর নেই-
তোমার জন্মক্ষণের স্মরণে।

কবিদের হৃদ্য সমাবেশে,
আমি অতিশয় নগন্য যাযাবর কবি,
তোমার স্মরণে দু’চারি কথায় সাহস করেছি-
ঐ পার হতে ক্ষমা করো কসুরে।

আজি সুখে আবেশিত সত্তায় প্রেম,
নজরুল বন্দনাবাক্যে তোমার অমরতা,
ভালোবাসি তোমায়,
শ্রদ্ধা ও অকৃত্রিম স্মরণে।

তবে স্বভাব বিরুদ্ধ পরিবেশে কবি,
কলমের ক্লান্তিহীন স্পর্শে,
পুরাতন পাণ্ডুলিপির পাতা থেকে-
প্রিয় নজরুল।

আমার পাণ্ডুলিপিতে ক্ষণিক অঙ্কিত নজরুল রূপ,
তোমায় ভালোবেসে নিবেদন করছি,
নজরুল বন্দনা কিংবা স্মরণিকা-
কসুরে ভয় করছি না।

ঊনিশত নিরানব্বই-
কত শত মানুষের পৃথিবীতে আগমন,
তুমি ও চুরুলিয়ার মাটিতে নেমে আসলে,
না!
বিজয়ের ধ্বনি বাজেনি,
অন্নহীন কত রাতের অবসান।

মক্তব,মসজিদ কিংবা রুটির দোকান-
তোমার পদব্রজে ক্লান্ত হয়ে উঠতো,
বেড়ে উঠার দিনগুলো তুমি নজরুল নও-
কোন এক দুখু মিয়া ছিলে।

আস্তে আস্তে কত বসন্তের দিন পার করে-
তুমি মহান পুরুষ,কবি বিদ্রোহী,
হুম,
বিচিত্র বিচরণে,গল্প,কবিতা,গানে-
তুমি বুঝিয়েছো পৃথিবীটা তোমারও।

বাংলার পথপ্রান্তরে,
যদি কবিতা লিখা হয়-
তুমি শত শব্দে সজ্জিত মহনায়ক হবে,
তোমার বন্দনায় আসর বসবো কবিদের।

তোমার জন্মদিনে এই বলতে পারি,
পৃথিবীতে বেঁচে থাকবে-
স্মরণে-বরণে-
মহাকালসম, রবে মানবহৃদে।

77 Views

আরও পড়ুন

নোয়াখালীতে বি-স্ফো-র-ক, চাঁদা-বাজি মামলায় যুবদল নেতা গ্রেফতার

নোয়াখালীতে গুলিতে নিহত আ.লীগ নেতা দুলালের দাফন সম্পন্ন

আম পাড়তে উঠে স্কুল ছাত্রের মৃত্যু

নতুন নেতৃত্বে ইবি ফটোগ্রাফি সোসাইটি

শেরপুরে প্রথম বিভাগ ক্রিকেট লীগে মিমোজাকে হারিয়ে চ্যাম্পিয়ন শেরপুর ক্রিকেট ক্লাব

ধূরুং ছমদিয়া আলীম মাদ্রাসার পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের শিকার চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম

শার্শায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

ওসির পদ বাণিজ্যের সংবাদ মিথ্যা, দাবি সিএমপির

জবিস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণের সভাপতি মোশাইয়ের সাধারণ সম্পাদক রাকিবুল

ভুরুঙ্গামারীতে শংকোষ নদী খননের নামে অর্থ লুটপাটের অভিযোগ

বাবা হারালেন ঢাকা মেইলের রংপুর প্রতিনিধি জীবন