ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. সর্বশেষ

সাবেক-বর্তমান পুনর্মিলনীতে মেতে উঠেছে রাবি ক্যাম্পাস

প্রতিবেদক
নিউজ এডিটর
১১ মার্চ ২০২৩, ১:১৬ পূর্বাহ্ণ

Link Copied!

রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নৃবিজ্ঞান বিভাগে প্রথমবারের মতো সাবেক-বর্তমান পুনর্মিলনীতে মেতে উঠেছেন বিভাগটির শিক্ষার্থীরা।

‘অ্যানথ্রোপলজি অ্যালামনাই এসোসিয়েশন’র আয়োজনে দুই দিনব্যাপী এই পুনর্মিলনীতে অংশ নিতে পাড়ি জমিয়েছেন বিভাগের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।

শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

‘অ্যানথ্রোপলজি অ্যালামনাই এসোসিয়েশন’র সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তাহমীনা নাজনীনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাÐে ও নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মো. কামাল পাশা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, পুনর্মিলনীকে কেন্দ্র করে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ভেতর ও বাইরে ব্যানার ফেস্টুন এবং বর্ণিল আলোক সাজে সজ্জিত
করা হয়েছে।

পরে বিভাগটির সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি
বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, রবীন্দ্র ভবন, প্যারিস রোড, প্রশাসন ভবনসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগের সামনেই মিলিত হোন তারা। এরপরে
শুরু হয় আলোচনা সভা।

অনুষ্ঠান অংশ নিয়ে উচ্ছ¡সিত হয়ে ১০ম ব্যাচের সাবেক শিক্ষার্থী আজিবুল হক পার্থ বলেন, দীর্ঘদিন পর আমাদের নৃবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনীতে এসে
খুবই ভালো লাগছে। বিভাগের সিনিয়র ভাই ও আপুদেরকে পেয়ে এবং জুনিয়রদের সাথে মিলিত হতে পেরে যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হচ্ছে এই ধারাবাহিকতা
অব্যাহত থাকুক। ভালোবাসার এই বন্ধন (বিভাগ) এভাবেই আমাদেরকে আজীবন কাছে রাখবে। দুই দিনব্যাপি এই অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন হোক সেই
প্রত্যাশা এই সাবেক রাবিয়ানের।

১৯ তম ব্যাচের শিক্ষার্থী স্বর্ণালী আক্তার বলেন, নৃবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন সময় হতে শুরু করে বর্তমান সময় পর্যন্ত মিলে, এই প্রথম বিভাগে রিইউনিয়ন
হতে চলেছে। বিশ্ববিদ্যালয় জীবনের পাঠ চুকিয়ে ফেলার শেষ মুহুর্তে এসে আমরা রিইউনিয়ন পেতে চলেছি। আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং আনন্দের বিষয়।
নৃবিজ্ঞান বিভাগ, সিরাজী ভবন নতুন করে সেজেছে। সেই সাথে আমরাও প্রস্তুত।

আগামীকাল শ্রদ্ধেয় শিক্ষক, সিনিয়র, জুনিয়র মিলে জম্পেশ একটা আড্ডা হবে।
আয়োজন নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের আহŸায়ক মশিউর রহমান সজল বলেন,আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যেই আয়োজনটি সম্পন্ন করেছি। চেষ্টা করেছি সবার চাওয়া পাওয়াগুলো পূরণ করার। অনুষ্ঠানটি সফল করতে যারা সময় শ্রম দিয়ে

যাচ্ছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। আগামী দুই দিন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হোক সেই প্রত্যাশা করছি।
দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকছে- উন্মুক্ত আড্ডা, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, ইনডোর গেইম, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক শিক্ষার্থীরে সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময়, র‌্যাফেল ড্র সহ থাকছে ফটোসেশানের আয়োজন।##

204 Views

আরও পড়ুন

ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্হানে দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বনের রাণী লোকালয়ে! ধরা পড়েও ফিরল নিজ রাজ্যে।

বোয়ালখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত

কাপাসিয়ায় আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য গাফ্ফার চৌধুরীর স্মরনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে সোনাগাজীর তিন ইউনিয়নে তাঁতী দলের প্রস্তুতি মিছিল

মহেশখালীতে আলীগের নেতৃত্বে সুন্নি সমাবেশ।

বিশ্বম্ভরপুরে এক দফা-এক দাবি বাস্তবায়নে ইউএনও মফিজের অপসারণে লং ‘মার্চ ও অবস্থান কর্মসূচি

টেকনাফে পানের বরজে দুটি বস্তা থেকে১৬কোটি টাকার ইয়াবা উদ্ধার

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৭৪২বস্তা ইউরিয়া সারসহ ট্রলার জব্দ,আটক-১১

দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার