ঢাকাশুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ

রাজশাহী মহানগর প্রেসক্লাব: আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই

প্রতিবেদক
নিউজ এডিটর
২৭ মার্চ ২০২৩, ৫:০২ অপরাহ্ণ

Link Copied!

মোঃ শিবলী সাদিক, রাজশাহী।

রাজশাহী মহানগর প্রেসক্লাব কর্তৃক স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা বলেছেন, ‘আজ স্বাধীনতার ৫৩ বছরে পা রেখেও আমরা পুরোপুরি স্বাধীন না। বিশেষ করে আমরা সাংবাদিকরা পরাধীন অবস্থায় আছি। তাই স্বাধীনতার এই দিনে আমাদের দাবি- আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই।’

রোববার (২৬ মার্চ) দুপুরে নগরীর সোনাদিঘী মোড়ে রাজশাহী মহানগর প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ এসব কথা বলেন।

বক্তরা বলেন, এদেশের সূর্য সন্তানেরা দেশ স্বাধীন করেছিল স্বাধীনভাবে বাঁচার জন্য, নিজেদের স্বাধীন মত প্রকাশের জন্য ও সর্বোপরি পাক-হানাদার বাহিনীদের দাসত্ব থেকে মুক্ত হয়ে লাল-সবুজের উন্নত বাংলাদেশ গড়ার জন্য। মুক্তিকামীরা এমন একটি দেশ পাওয়ার জন্য যুদ্ধ করেছিল যেখানে মানুষের মতপ্রকাশের অবাধ স্বাধীনতা থাকবে। প্রত্যেকে তার মতামত স্বাধীনভাবে ব্যক্ত করতে পারবে। কিন্তু মানুষের মতপ্রকাশের অধিকার আজ নানাভাবে সীমিত করা হয়েছে। কিছু মানুষ সব ক্ষেত্রে সীমাহীন স্বাধীনতা ভোগ করলেও এর বিপরীতে বেশির ভাগ মানুষের গণতন্ত্র চর্চার পথ প্রায় পুরোপুরি রুদ্ধ।

বক্তরা আরো বলেন, সব ধরণের বৈষম্য দূর করে সরকারকে মানুষের ন্যায্য গণতান্ত্রিক ও আর্থ-সামাজিক অধিকার নিশ্চিত করতে হবে। পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। এজন্য মহান মুক্তিযুদ্ধের চেতনায় পেশাজীবীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবব্ধ হতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহা. আব্দুল আউয়াল। বক্তব্য রাখেন রাজশাহী মহানগর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন ও তৌফিক ইমাম পান্না, সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, দফতর সম্পাদক ইফতেখার আলম বিশাল, লেখক সাগর শেখ জীবন, দৈনিক রাজশাহীর আলোর সাব-এডিটর মশিউর রহমান মনিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

134 Views

আরও পড়ুন

লেখক জুবায়েদ মোস্তফার নতুন কবিতা–“খরার দিনে আগমন”

নাগরপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত 

শেরপুরে কুড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে কুপিয়েছে প্রতিপক্ষ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক !!

মহেশখালীর পঙ্গু নুর আলমের ভাতা হ্যাকারদের পেটে!

বুটেক্সে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি শুরু ৮ মে

মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

লোহাগাড়ায় বহুতল ভবন থেকে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

বগুলা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

মহেশখালীতে ভাইচ চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দিনের প্রার্থীতা স্থগিত

দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘এক্স স্কাউট রি-ইউনিয়ন’ আয়োজিত

শেরপুরে ফেসবুকে পোস্ট দিয়ে কলেজ ছাত্রের আ’ত্ম’হ’ত্যা