ঢাকাশুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ

আমেনা আক্তার মৌ'র শবে বরাত নিয়ে লেখা
তাৎপর্যপূর্ণ শবে বরাত

প্রতিবেদক
আবু সুফিয়ান সরকার শুভ
৫ মার্চ ২০২৩, ১১:০৫ অপরাহ্ণ

Link Copied!

আমেনা আক্তার মৌ

শবে বরাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাত যা ১৪ এবং ১৫ শাবানের মধ্যবর্তী রাতে সংঘটিত হয়। শবে বরাতকে লাইলাতুল বরাত ও বলা হয়।আরবিতে লাইল শব্দের অর্থ হলো রাত এবং বারাত শব্দের অর্থ হলো মুক্তি, ক্ষমা।

বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন রকমের নফল ইবাদতের মাধ্যমে শবে বরাত পালন করে। পবিত্র কুরআনে এই রাত নিয়ে সরাসরি কিছু বলা না থাকলেও হাদিসে একে ‘লাইলাতুল নিসফি মিন শা’বান’ বা ‘মধ্য শাবানের রজনী’ বলা হয়েছে।

মুহাদ্দিস ও ঐতিহাসিকদের মতে, ৪৪৮ সনে বাইতুল মুকাদ্দাসে প্রথম এ রাতে এ সালাত আদায়ের প্রচলন শুরু হয় (মিরকাতুল মাফাতীহ ৩/৩৮৮)। আলেম ওলামাদের বিশ্বাস যে, আল্লাহ পাক এ রাতে তাঁর বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। দলিল হিসেবে আল্লাহ তায়ালা সুরা দুখানে বলেছেন, ‘নিশ্চয়ই আমি সতর্ককারী।’ এখানে আল্লাহ পাপী বান্দাদের সতর্ক করেছেন।

এ রাতে অধিকাংশ বান্দা নফল ইবাদত করে এবং দিনে সিয়াম পালন করে। এই রজনীকে লাইলাতুল বরাত ও বলা হয়। এ রাতে আল্লাহ তায়ালা আসমানের দরজাসমূহ, রহমতের দরজাসমূহ, সুখ ও সমৃদ্ধির দরজাসমূহ খুলে দেন। আল্লাহ তায়ালা এ রাতে চতুষ্পদ পশুদের গায়ের পশমের সমপরিমাণ বান্দাগণকে জাহান্নাম হতে মুক্ত করেন এবং আগামী এক বছরের রিযিক নির্ধারণ করেন।

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ঘোষণা দিয়েছেন যে, যারা এ রাতে জাগ্রত থেকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লাকে একক সত্ত্বা জেনে তাঁর জিকির করবে, নামাজ পড়বে, পবিত্র কুরআন তিলাওয়াত করবেও অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করবে তাদের স্থান হবে জান্নাতে এবং ইতিপূর্বে যা গোনাহ করেছে সব ক্ষমা করে দেওয়া হবে।আল্লাহ পাক সবাইকে শবে বরাত এর তাৎপর্য উপলব্ধি করার তৌফিক দান করুন।

শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
369 Views

আরও পড়ুন

রাবিতে গ্রীন ভয়েস এর ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেখক জুবায়েদ মোস্তফার নতুন কবিতা–“খরার দিনে আগমন”

নাগরপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত 

শেরপুরে কুড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে কুপিয়েছে প্রতিপক্ষ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক !!

মহেশখালীর পঙ্গু নুর আলমের ভাতা হ্যাকারদের পেটে!

বুটেক্সে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি শুরু ৮ মে

মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

লোহাগাড়ায় বহুতল ভবন থেকে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

বগুলা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

মহেশখালীতে ভাইচ চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দিনের প্রার্থীতা স্থগিত

দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘এক্স স্কাউট রি-ইউনিয়ন’ আয়োজিত