ঢাকাশনিবার , ২০ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

গুণীদের সম্মান না জানালে পিছিয়ে পড়বো আমরা: এমপি মোস্তাফিজ

প্রতিবেদক
নিউজ এডিটর
১৮ মার্চ ২০২৩, ৭:৫৫ অপরাহ্ণ

Link Copied!

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, যারা দেশকে সেবা দিচ্ছেন তাদের যদি আমরা সম্মান জানাতে না পারি, কৃতজ্ঞতা জানাতে না পারি—তাহলে আমরা পিছিয়ে পড়বো। এই প্রজন্মের ছেলেমেয়েদের উচিত, এসব গুণীজনের কাছ থেকে শিক্ষাগ্রহণ করা। দেশের উন্নয়নে, মানুষের কল্যাণে সৃজনশীল কাজ করছেন গুণীজনরা। শনিবার (১৮ মার্চ) দুপুরে বাঁশখালী শীলকূপ সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শীলকূপ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবু কুসুম বন্ধু বড়ুয়া সভাপতিত্বে ও সমাজসেবক প্রকাশ বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৬ বাঁশখালীর সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি খন্দকার মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, বাহারচড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক, শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভূপাল বড়ুয়া, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন রিপন,বাঁশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা.শহিদুল্লাহ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি খন্দকার মাহমুদুল হাসান বলেন, একসঙ্গে এতো গুণীজনদের সংবর্ধনা দেওয়া আসলে সৌভাগ্যর ব্যাপার। দেশবরেণ্য গুণীজনেরা দেশের জন্য, জাতির জন্য, স্বাধীনতার মূল স্রোতকে ধরে রাখবার জন্য, সংবিধানকে সমুন্নত রাখবার জন্যে যা যা করেছেন, সেই ঋণ শোধ করা সম্ভব নয়। তাঁরা তাঁদের কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, এই পুরস্কার আর সম্মাননা অবশ্যই গুণীজনদের আগামী দিনের কাজের অনুপ্রেরণা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন উন্নয়নের রোল মডেলে উত্তীর্ণ হয়েছি। শুধু অর্থনৈতিক কিংবা উন্নয়নের নানা সূচকে এগিয়ে যাওয়াই নয়, আমাদের এখন দেশের ক্রীড়া, শিল্প-সংস্কৃতি, গবেষণায়ও এগিয়ে যেতে হবে। গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পরে জনসেবায় বিশেষ অবদান রাখায় শীলকূপ ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ আসহাব মিয়া,মরহুম মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আক্তার হোসেন এমএ, মোজাম্মেল হক সিকদার, মোহাম্মদ মহসিন।

মুক্তিযুদ্ধে ও শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় বীরমুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস সিকদার, শিক্ষক সমীর বড়ুয়া, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় শিক্ষাবিদ রাহুল প্রিয় মহাস্থবির, কর্মবীর দেবমিত্র মহাস্থবির,বাবু বগলা ভূষণ বড়ুয়া, মাওলানা ছাইফুল মুলক, ফেরদৌস নূরী, মীর মোহাম্মদ হোসেন খান, হেমেন্দ্র চন্দ্র আইচ, পঙ্কজ ভূষণ বড়ুয়া, ছৈয়দ আহমদ, নীলামনী বড়ুয়া, অনাদি রঞ্জন বড়ুয়া, দেশবন্ধু বড়ুয়া শ্রীমতী কুলা রানী বড়ুয়া, শ্রীমতী সীমা বড়ুয়া, শ্রীমতী অতষী ময়ী বড়ুয়া ও নীলা বড়ুয়া কে সম্মাননা স্মারক প্রধান করা হয়।

103 Views

আরও পড়ুন

রাবিতে গ্রীন ভয়েস এর ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেখক জুবায়েদ মোস্তফার নতুন কবিতা–“খরার দিনে আগমন”

নাগরপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত 

শেরপুরে কুড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে কুপিয়েছে প্রতিপক্ষ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক !!

মহেশখালীর পঙ্গু নুর আলমের ভাতা হ্যাকারদের পেটে!

বুটেক্সে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি শুরু ৮ মে

মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

লোহাগাড়ায় বহুতল ভবন থেকে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

বগুলা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

মহেশখালীতে ভাইচ চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দিনের প্রার্থীতা স্থগিত

দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘এক্স স্কাউট রি-ইউনিয়ন’ আয়োজিত