ঢাকামঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

গুণীদের সম্মান না জানালে পিছিয়ে পড়বো আমরা: এমপি মোস্তাফিজ

প্রতিবেদক
নিউজ এডিটর
১৮ মার্চ ২০২৩, ৭:৫৫ অপরাহ্ণ

Link Copied!

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, যারা দেশকে সেবা দিচ্ছেন তাদের যদি আমরা সম্মান জানাতে না পারি, কৃতজ্ঞতা জানাতে না পারি—তাহলে আমরা পিছিয়ে পড়বো। এই প্রজন্মের ছেলেমেয়েদের উচিত, এসব গুণীজনের কাছ থেকে শিক্ষাগ্রহণ করা। দেশের উন্নয়নে, মানুষের কল্যাণে সৃজনশীল কাজ করছেন গুণীজনরা। শনিবার (১৮ মার্চ) দুপুরে বাঁশখালী শীলকূপ সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শীলকূপ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবু কুসুম বন্ধু বড়ুয়া সভাপতিত্বে ও সমাজসেবক প্রকাশ বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৬ বাঁশখালীর সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি খন্দকার মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, বাহারচড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক, শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভূপাল বড়ুয়া, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন রিপন,বাঁশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা.শহিদুল্লাহ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি খন্দকার মাহমুদুল হাসান বলেন, একসঙ্গে এতো গুণীজনদের সংবর্ধনা দেওয়া আসলে সৌভাগ্যর ব্যাপার। দেশবরেণ্য গুণীজনেরা দেশের জন্য, জাতির জন্য, স্বাধীনতার মূল স্রোতকে ধরে রাখবার জন্য, সংবিধানকে সমুন্নত রাখবার জন্যে যা যা করেছেন, সেই ঋণ শোধ করা সম্ভব নয়। তাঁরা তাঁদের কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, এই পুরস্কার আর সম্মাননা অবশ্যই গুণীজনদের আগামী দিনের কাজের অনুপ্রেরণা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন উন্নয়নের রোল মডেলে উত্তীর্ণ হয়েছি। শুধু অর্থনৈতিক কিংবা উন্নয়নের নানা সূচকে এগিয়ে যাওয়াই নয়, আমাদের এখন দেশের ক্রীড়া, শিল্প-সংস্কৃতি, গবেষণায়ও এগিয়ে যেতে হবে। গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পরে জনসেবায় বিশেষ অবদান রাখায় শীলকূপ ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ আসহাব মিয়া,মরহুম মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আক্তার হোসেন এমএ, মোজাম্মেল হক সিকদার, মোহাম্মদ মহসিন।

মুক্তিযুদ্ধে ও শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় বীরমুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস সিকদার, শিক্ষক সমীর বড়ুয়া, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় শিক্ষাবিদ রাহুল প্রিয় মহাস্থবির, কর্মবীর দেবমিত্র মহাস্থবির,বাবু বগলা ভূষণ বড়ুয়া, মাওলানা ছাইফুল মুলক, ফেরদৌস নূরী, মীর মোহাম্মদ হোসেন খান, হেমেন্দ্র চন্দ্র আইচ, পঙ্কজ ভূষণ বড়ুয়া, ছৈয়দ আহমদ, নীলামনী বড়ুয়া, অনাদি রঞ্জন বড়ুয়া, দেশবন্ধু বড়ুয়া শ্রীমতী কুলা রানী বড়ুয়া, শ্রীমতী সীমা বড়ুয়া, শ্রীমতী অতষী ময়ী বড়ুয়া ও নীলা বড়ুয়া কে সম্মাননা স্মারক প্রধান করা হয়।

34 Views

আরও পড়ুন

শেরপুরে বৃদ্ধা স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

মৌলভীবাজার হলিমপুরে চাচার সাপুলের আঘাতে তিন ভাতিজা আহত

নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষকদের বাধা দিলে ৭ বছরের জেল

অং সান সু চি’র দল এনএলডিকে বিলুপ্ত ঘোষণা

পর্তুগালে মুসলিম ধর্মীয় কেন্দ্রে হামলা, নিহত ২

মরদেহ উদ্ধার

নোয়াখালীতে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

রাবিতে ভর্তি কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে চীফ কো-অর্ডিনেটর নিয়োগের অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উদাখালী উচ্চ বিদ্যালয়ে দ্বিতল একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন করেন-হুইপ গিনি

অন্তত এই রমজান মাসে জনগণকে আন্দোলন থেকে নিস্তার দিন- বিএনপিকে প্রধানমন্ত্রী

নির্বাচন কমিশন কর্তৃক ;
দেশের প্রধান বিরোধী দল বিএনপিকে আবারো সংলাপে আমন্ত্রণ

সমাজপতিদের না জানিয়ে বিয়ে করায় বাড়িতে যেতে পারছেননা নব বিবাহিত দম্পতি