ঢাকামঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ

মুক্তা খাতুনের কবিতা ‘আত্মহত্যা’

প্রতিবেদক
আবু সুফিয়ান সরকার শুভ
৪ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১৪ অপরাহ্ণ

Link Copied!

আত্মহত্যা
মুক্তা খাতুন

আমার স্বপ্নগুলো স্বপ্নেই ঝরে যায়,
হারিয়ে যায় অচিন ঠিকানায়।
মনটা দুমড়ে-মুচড়ে যায়,
সীমাহীন কষ্ট ও এক সমুদ্র হতাশায়।

কুরে কুরে খায় আমাকে,
বিষাক্ত কীট-পতঙ্গের মতো করে,
ক্ষত-বিক্ষত করে,বুকের মাঝখানকে।
ছটফট করে কাটে আমার,
প্রতিটি প্রহর, অসহ্য যন্ত্রণায়।

যুদ্ধ বিধ্বস্ত শহরের মতো হৃদয় আমার,
সুসজ্জিত হচ্ছে না কভু, কোনো সেবা-সাধনায়।

প্রতিষ্ঠিত হতে না পারায়
কিংবা ব্যর্থ লেখাপড়ায়,
পরিবারের কলহ -হতাশায়
কিংবা প্রিয়জনকে হারানোর বেদনায়,
বেছে নিতে হয়েছে সেই পথটি আমায়।

চলে গেছি পথের শেষ প্রান্তে।
হঠাৎ চলে গেলাম ভাবনাতে,
হাসপাতালের শয্যা ও ফুটপাতের ধারে।
কতো ঝরে যাওয়া স্বপ্নগুলো,জীবনযুদ্ধ যাচ্ছে করে।
আমি কি পারব না,তাদের মতো করে?
জীবনযুদ্ধে জয়ী হতে,
কঠিন সাধনা ও প্রচেষ্টার মাধমে!

ভাবনায় ভাবতে ভাবতে,
ফিরে এলাম সেই পথ থেকে।
জীবনযুদ্ধে জয়ী হতে।

 

মুক্তা খাতুন
শিক্ষার্থী, বাংলা বিভাগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা।

440 Views

আরও পড়ুন

শার্শায় প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

নাগরপুরে নাবিক সাব্বিরের মুক্তির খবর শুনে তার পরিবারে খুশির বন্যা বইছে।

নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত

ঈদসংখ্যার গুরুত্ব কি হারিয়ে যাচ্ছে?

যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে ৫ দিনব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও বৈশাখী মেলার শুভ উদ্বোধন

বৈশাখ নিয়ে স্বপ্ন দেখা মৃৎশিল্পীরা, এখন অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে

হজ্বের প্যাকেজে টাকা কমানোই এবছর সর্বোচ্চ ৮৪ হাজার হাজি হজ্বব্রত পালন করবেন- শেরপুরে ধর্মমন্ত্রী

ঈদের ছুটিতে পর্যটকে মুখরিত গজনী অবকাশ

পত্নীতলায় গাঁজাসহ আটক-২

দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

চট্টগ্রামে এস আলম এডিবল অয়েল মিলে আগুন