ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. সর্বশেষ

বশেমুরবিপ্রবির শিক্ষার্থী জুবায়েদ মোস্তফার কাব্যগ্রন্থ ‘সাইক্লোনের শহরে সন্ধি’ মোড়ক উন্মোচন

প্রতিবেদক
নিউজ এডিটর
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৩২ অপরাহ্ণ

Link Copied!

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

ফেব্রুয়ারি মাস জুড়েই চলছে অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এর ধুম।বইমেলাকে ঘিরে পাঠক লেখকদের যেন উন্মাদনার শেষ নেই।

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী জুবায়েদ মোস্তফার চতুর্থ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবারের একুশে বইমেলায়। বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয় সাইক্লোনের শহরে সন্ধি বইটির।

১৭ ফেব্রুয়ারি,২০২৩ পাবলিক এডমিনিস্ট্রেশন ডে ২০২৩ এ আলোক সজ্জায় সজ্জিত সন্ধ্যায়
মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিবুর রহমান, লোক প্রশাসন বিভাগের সভাপতি, নাসির উদ্দিন আহমেদ, লোক বিভাগের সহকারী অধ্যাপক হাশেম রেজা, সহকারী অধ্যাপিকা আয়েশা সিদ্দিকা এবং সহকারী অধ্যাপিকা কাজী নাসরিন সুলতানা।

এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিবুর রহমান বলেন, সাইক্লোনের শহরে সন্ধি বইটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে এবং আমিও অনেক আগে থেকেই অবগত। খবরের কাগজে এবং শিরোনাম এ সাইক্লোনের শহরে সন্ধির কথা খুব দেখেছি।

এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হাশেম রেজা বলেন, জুবায়েদ মোস্তফার লেখার গুণগত মান অনেক উন্নত। নতুন করে বলার কিছু নেই।এত সুন্দর আয়োজনের মধ্যে মোড়ক উন্মোচন করতে পেরে ভালো লাগছে।

এ বিষয়ে লেখক জুবায়েদ মোস্তফা বলেন, দীর্ঘদিন ধরেই ইচ্ছে ছিল ক্যাম্পাসে মোড়ক উন্মোচনের। অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো।

লোক প্রশাসন বিভাগের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ইচ্ছাকে পূর্ণতা দেওয়ার জন্য।

ক্যাম্পাসের অন্যতম পরিচিত মুখ লেখক জুবায়েদ মোস্তফা লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ।

এবারের বইমেলায় প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ‘সাইক্লোনের শহরে সন্ধি’। এতে গদ্যছন্দ এবং স্বরবৃত্ত ছন্দে রচিত জীবন থেকে নেওয়া জীবনমুখী বাস্তবধর্মী কবিতা ফুটিয়ে তোলা হয়েছে।

এর আগে তার তিনটি কাব্যগ্রন্থ -অগ্নিশিখা, আলো আঁধারের সন্ধিক্ষণ ও রঙিন ফুলের স্বপ্ন প্রকাশিত হয়। দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় তার লেখা প্রায় প্রতিদিনই দেখা যায়। তিনি তার শাণিত কলম দিয়ে মানুষের কথা বলান, তার কবিতা মানব জীবনের বিভিন্ন ধাপের কথা বলে।

বহু প্রতিভার অধিকারী এই শিক্ষার্থীর সুনাম ইতিমধ্যেই এপার বাংলা ওপার বাংলায় ছড়িয়ে পড়েছে। তিনি বাংলার প্রকৃতি ও ভোরের পাখি কবিতার জন্য কলকাতা মহানগরী সাহিত্য পুরস্কার, ‘তোমার সীমানায়’ কবিতার জন্য সময়ের সুর সাহিত্য পুরস্কার- ২০২২ লাভ করেন। এছাড়া জাতীয় পত্রিকায় লেখালেখির নৈপুণ্যে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বশেমুরবিপ্রবি শাখার ২০২১-২২ কার্যবর্ষের বর্ষসেরা লেখক নির্বাচিত হন।

নতুন কাব্যগ্রন্থ সম্পর্কে তরুণ লেখক জুবায়েদ মোস্তফা বলেন, মানুষের জীবনচিত্র, প্রকৃতি এবং বাস্তবতার সংমিশ্রণে বইটি সাজানোর চেষ্টা করছি। জীবন ধর্মী কবিতাগুলো পড়তে গিয়ে একজন পাঠক নিজেকে খুঁজে পাবে কবিতায়। বিগত বইগুলো যেমন পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে এই বইটি নিয়েও বেশ আশাবাদী। পাঠকের কাছে সমাদৃত হলেই লেখার সার্থকতা খুঁজে পাব।

341 Views

আরও পড়ুন

ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্হানে দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বনের রাণী লোকালয়ে! ধরা পড়েও ফিরল নিজ রাজ্যে।

বোয়ালখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত

কাপাসিয়ায় আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য গাফ্ফার চৌধুরীর স্মরনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে সোনাগাজীর তিন ইউনিয়নে তাঁতী দলের প্রস্তুতি মিছিল

মহেশখালীতে আলীগের নেতৃত্বে সুন্নি সমাবেশ।

বিশ্বম্ভরপুরে এক দফা-এক দাবি বাস্তবায়নে ইউএনও মফিজের অপসারণে লং ‘মার্চ ও অবস্থান কর্মসূচি

টেকনাফে পানের বরজে দুটি বস্তা থেকে১৬কোটি টাকার ইয়াবা উদ্ধার

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৭৪২বস্তা ইউরিয়া সারসহ ট্রলার জব্দ,আটক-১১

দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার