ঢাকাবৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে বাবাকে ছোট্ট মেয়ের আবেগঘন চিরকুট

প্রতিবেদক
নিউজ এডিটর
১১ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪৬ অপরাহ্ণ

Link Copied!

———–
নাসির আলওয়াকা। বহু ঘাত-প্রতিঘাত সহ্য করা এক সিরীয়। বাস করেন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা জিনদিরিসে। বিগত বছরগুলোতে সিরিয়ায় ঘটে যাওয়া বিমান হামলা, বোমা বিস্ফোরণ ও ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করে তিনি তার পরিবারকে আগলে রেখেছিলেন। কিন্তু গত সোমবার ভোররাতের ভয়াবহ ভূমিকম্পে স্ত্রী-সহ তিনি তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হারিয়েছেন। এদের মধ্যে আছে তার একটি ছোট্ট মেয়েও।

শুক্রবার আলজাজিরা মুবাশির জানায়, নাসির আলওয়াকার ছোট্ট মেয়েটি দীর্ঘক্ষণ ধ্বংসস্তূপে আটকে থাকার পর প্রাণ হারায়। কিন্তু মৃত্যুর আগে ধ্বংসস্তূপের নিচ থেকে বাবাকে নিয়ে একটি আবেগঘন চিরকুট লিখে গেছে সে। ওই চিরকুটের বার্তা আবেগাপ্লুত করছে প্রত্যেক পাঠককে। চিরকুটে কী লিখেছিল ছোট্ট মেয়েটি, সেটি বর্ণনা করেছেন তার বাবা নাসির আলওয়াকার।

তিনি জানিয়েছেন, ‘তার মেয়ে লিখেছে– হে আমার প্রতিপালক! আমি যা কিছুর মালিক তার মধ্যে সবচেয়ে দামী জিনিসটি তোমার কাছে আমানত রাখলাম। তুমি তাকে আমার জন্য রক্ষা করো। তিনি আমার হৃদয়ের সবচেয়ে ভালোবাসার মানুষ; আবু ফয়সাল।’ আবু ফয়সাল দ্বারা মেয়েটি তার বাবাকে বুঝিয়েছে।

উদ্ধারকর্মীরা রাতের বেলায় ধ্বংসস্তূপ থেকে নাসির আলওয়াকারের দু’জন সন্তানকে উদ্ধার করেছেন। প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে– তার দুই সন্তানের শরীর ক্ষতবিক্ষত ও ধুলোমলিন। কিন্তু এর আগেই তার স্ত্রী ও পাঁচ সন্তান মারা যান।

এ প্রসঙ্গে বিষণ্ণ নাসির আলওয়াকা বলেন, ‘ঘর কেঁপে উঠল। আমরা বোমা হামলায় অভ্যস্ত, বোমা বিস্ফোরণে অভ্যস্ত, ঘরের ওপর ব্যারেল পড়ল– এটিও অস্বাভাবিক নয়– সবই আমাদের পরিচিত কিন্তু ভূমিকম্প– এটি তো আল্লাহর আদেশ।’

সূত্র : আলজাজিরা মুবাশির

255 Views

আরও পড়ুন

শেরপুরে কুড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে কুপিয়েছে প্রতিপক্ষ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক !!

মহেশখালীর পঙ্গু নুর আলমের ভাতা হ্যাকারদের পেটে!

বুটেক্সে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি শুরু ৮ মে

মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

লোহাগাড়ায় বহুতল ভবন থেকে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

বগুলা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

মহেশখালীতে ভাইচ চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দিনের প্রার্থীতা স্থগিত

দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘এক্স স্কাউট রি-ইউনিয়ন’ আয়োজিত

শেরপুরে ফেসবুকে পোস্ট দিয়ে কলেজ ছাত্রের আ’ত্ম’হ’ত্যা

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে আবারো জান্তা বাহিনীর ১০ সদস্য বাংলাদেশে আশ্রয় !! 

তরুণ কবি তানভীর সিকদারের একান্ত সাক্ষাৎকার