ঢাকামঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ

জয়নাল আবেদীন এর কবিতা : মহামানবের প্রীতি

প্রতিবেদক
নিউজ এডিটর
২ ফেব্রুয়ারি ২০২৩, ১:২৯ পূর্বাহ্ণ

Link Copied!

————
মহামানবের প্রীতি
জয়নাল আবেদীন

স্রষ্টার সৃষ্টি যখন তিমিরে,
তুমিই নূরের প্রদীপ জ্বালালে,
প্রতিটি সৃষ্ট জীবের শান্তির-
অমিয় গান শোনালে।

তোমাকে প্রীতি করার জন্য
প্রভু বলিলেন তাঁর পাক কালামে,
আরবের দুলাল তুমি,
সারা ধরণীর মানিক।

তোমারই ভালোবাসায় সিক্ত
স্রষ্টার সকল জীব।

অন্ধকার দূরীভূত হলো
দ্যুলোকের নিচে,
ন্যায় ইনসাফ কায়েম হলো-
তোমারি প্রীতির বন্ধনে।

জালেমের অন্যায়-অত্যাচার,
সব কিছু দাবানলে হলো ভষ্ম,
তোমার ভালোবাসার কাছে,
স্রষ্টার সকল জীব হার মানলো।

মনুষ্য জাতিকে তুমি দিলে
সম্মানের সুআসন,
ধনী-দরিদ্রে সাদা কালোয়,
তোমার কাছে নেই কোন বৈষম্য।

হে মহা মানব, তোমারি প্রীতিতে,
হয় যেন আমার মরণ,
তোমারি প্রীতির বন্ধনে থাকতে-
চাই সারাটি জীবন।

তাতেই হবে মোর জীবনের-
সফলতার অনন্ত গমন।

✍️ লেখক,
মোঃ জয়নাল আবেদীন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

82 Views

আরও পড়ুন