ঢাকাবৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ
  3. সারা বাংলা

আটোয়ারীতে প্রকাশ্যে বিয়ে অনুষ্ঠানেই ১৪ লাখ টাকা যৌতুক লেনদেন

প্রতিবেদক
নিউজ এডিটর
২ ফেব্রুয়ারি ২০২৩, ৬:১৭ অপরাহ্ণ

Link Copied!

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধিঃ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চামেশ্বরী ত্রিশুলিয়া এলাকার জগন্নাথ মন্দিরে ৩০ জানুয়ারী (সোমবার) বিকেলে প্রায় ৩০০ লোকের উপস্থিতিতে প্রকাশ্যে ১৪ লাখ টাকার যৌতুক নেন পাত্রপক্ষ ৷

মেয়ের বাবার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নে, তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। মেয়েটি সাকোয়া ডিগ্রি কলেজে অধ্যায়নরত। এদিকে ছেলে সুমন রায়ের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ এলাকায়। তিনি বর্তমানে বিমানবাহিনীতে কর্মরত৷

জানা গেছে, গত ৩ বছর আগে এই মেয়েকে বিয়ের কথা বলে সাড়ে ৬ লাখ টাকা যৌতুক নেয় মায়ের চিকিৎসা বাবদ পাত্রপক্ষ । যৌতুক নেওয়ার পর বিয়ে করতে অসম্মতি জানান পাত্র ও পাত্রের বড়ভাই কারন দেখায় সরকারি চাকরি বিয়ের বয়স সময় সীমার।
পরবর্তীতে দু পরিবারের আপোষের মাধ্যমে আবার এই মেয়েকে বিয়ে করতে লিখিত দেন পাত্র।

কিছুদিন যাওয়ার পর আবারো টালবাহানা শুরু করে পাত্র পক্ষ। গত সোমবার পাত্রী তার মামার বাড়ি বলরামপুরে ঘুরতে এলে সেই সুমনও এখানে আসে। পরে তাদের এখানে দুই পরিবার আলোচনায় বসে বিয়ে দেয়।
বিমানবাহিনীতে সুমন রায়ের ২০১৭ সালে চাকুরী হয়। মেয়ের পরিবার সূত্রে জানা যায় , আগে তারা টাকা দিয়েছিলো সাড়ে ৬ লাখ, আজ দিলো সাড়ে ৭ লাখ ৷ তারা মূলত জমি বিক্রি করে টাকা যোগাড় করেছে৷

পাত্রের বড় ভাই বলেন, এখনো তাকে(সুমন) বিয়ের অনুমতি দেওয়া হয়নি। এর দায়ভার সম্পূর্ণ মেয়ে পক্ষের।

জগন্নাত মন্দিরের সভাপতি অতিশ বাবু বলেন, আমাদের এলাকায় তাদের আত্মীয় থাকার সুবাদে তাৎক্ষণিক বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়।
সবায় মিলে সিদ্ধান্ত নেই মন্দিরে বিয়ে দিবেন।
তাই আমাদের মন্দিরে বিয়ে দেওয়ার অনুমতি দিয়েছি।

যৌতুক সম্পর্কে সরকারে আইনুযায়ী জানা যায়, যৌতুক প্রদান বা গ্রহণের শাস্তি…….

যদি বিবাহের কোনো এক পক্ষ যৌতুক প্রদান বা গ্রহণ করেন অথবা যৌতুক প্রদান বা গ্রহণে সহায়তা করেন বা যৌতুক প্রদান বা গ্রহণের উদ্দেশ্যে চুক্তি করেন, তাহা হইলে তাহার এই কাজ হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কিন্তু অন্যূন ১ (এক) বৎসর কারাদণ্ড বা অনধিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। এদিকে সুমন ইসলাম একজন সরকারী চাকরীজীবী হয়েও প্রকাশ্যে যৌতুক নিয়ে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাননি ?
যদি একজন সরকারী চাকরীজীবী হয়ে আইন অমান্য করে তাহলে সাধারণ মানুষ কি তা করবে না ?

176 Views

আরও পড়ুন

BIIHR ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত: নেতৃত্বে জবি শিক্ষার্থী ফয়সাল

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

কুতুব‌দিয়ার ইউ‌পি চেয়ারম্যান আজমগীর কারাগা‌রে

দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ দুই ইয়াবা কারবারি গ্রেফতার

দীর্ঘ ৮ ঘন্টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস এর ঢাকায় ফেরা নিয়ে যাত্রীদের ক্ষোভ

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন আলো এর দাফন সম্পন্ন

দোয়ারাবাজারে বালিউড়া বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

যৌথ-বাহিনীর কেএনএফ বিরোধী অভিযান বন্ধের দাবীতে রাঙামাটিতে ইউপিডিএফ’র অবরোধের ডাক

রাজশাহীতে আদালতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় আহত দুই বোন

রামুতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বাৎসরিক অগ্রগতি অবহিতকরন ও শিখন সভা সম্পন্ন।

হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আনোয়ার ভুইয়া, কোষাধ্যক্ষ আলম মিয়া